মন্ত্রীদের ‘জো হুজুর’ হবেন না, সময় মেনে চলুন, আমলাদের পরামর্শ রাজনাথের
নয়াদিল্লি: রাজনৈতিক শ্রেণির কাছে ‘জো হুজুর’ হয়ে না থাকার পরামর্শ দিয়ে আমলাদের উদ্দেশ্যে রাজনাথ সিংহের বার্তা, নেতারা যদি ‘ভুল নির্দেশ’ দেন, তাহলে তার বিরোধ করুন। একইসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, সময়ের প্রতি নিষ্ঠা বজায় রাখুন। তাঁর মতে, যে কোনও সিদ্ধান্ত নওয়ার আগে আমলাদের নিরপেক্ষ থাকার পাশাপাশি দ্বিধাহীন হওয়া প্রয়োজন।
রাজধানীতে সিভিল সার্ভিসেস ডে-তে বক্তব্য রাখতে গিয়ে আমলাদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, যদি কোনও রাজনৈতিক কর্তা ভুল নির্দেশ দেন, তাহলে তাঁদের নিয়ম দেখাতে ভয় পাবেন না। তাঁদের জানিয়ে দেবেন যে, তাঁরা আইনগতভাবে ভুল করছেন। ফাইলে সই করবেন না। রাজনাথ যোগ করেন, (মন্ত্রীদের) হ্যাঁ-তে হ্যাঁ মেলাবেন না। নিজের বিবেকবোধের সঙ্গে প্রতারণা করবেন না।
এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আইএএস সহ অল ইন্ডিয়া সার্ভিসেস-এর অন্য ক্ষেত্রের বহু অফিসার। সেখানেই, সমাজে পরিবর্তন আনার জন্য আমলাতন্ত্রের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। রাজনাথ বলেন, আমলাদের ক্ষমতা রয়েছে। তবে, মনে রাখা প্রয়োজন, ক্ষমতার সঙ্গে দায়িত্ববোধ আসে। একজন আমলাকে সর্বদা দায়িত্বশীল, নিরপেক্ষ ও সৎ থাকতে হবে।
মন্ত্রীর মতে, নিরপেক্ষ না থাকলে তার প্রভাব পড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। নিরপেক্ষহীনতা আসলেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা চলে আসে। এতে আখেরে ক্ষতি হয়ে দেশের। যে সকল আমলারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাঁদের উদ্দেশ্যে রাজনাথের সুপারিশ, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন। রাজনাথ মনে করেন, ভারতীয় গণতন্ত্রের সাফল্যের অন্যতম কারণ হল আমলাতন্ত্র। দেশে কখনই ভাল আমলাতন্ত্রের অভাব হয়নি। যে কারণেই, দেশ ক্রমাগত উন্নতি করে চলেছে।
তবে, একইসঙ্গে, আমলাদের সময়নিষ্ঠ হওয়ার পরামর্শ দেন তিনি। রাজনাথ বলেন, আমলাদের উচিত সময়ের মূল্য বোঝা। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠান শুরু হতে সাময়িক বিলম্ব হয়। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন রাজনাথ। বক্তব্য রাখার সময়ও সেই বিষয়টি উল্লেখ করে রাজনাথ বলেন, সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়া উচিত ছিল। কেন হলনা, তা খতিয়ে দেখা উচিত। তিনি মনে করিয়ে দেন, যে কোনও জায়গায় তিনি সময়ের আগে পৌঁছে যান। আমলাদেরও তা বজায় রাখার নির্দেশ দেন রাজনাথ।