Asif Ali Zardari: গোটা কার্যকালে এক পয়সাও বেতন নয়, অর্থনৈতিক সঙ্কটে বেনজির সিদ্ধান্ত পাক প্রেসিডেন্টের
Pakistan News: জারদারির দফতর থেকে বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়।
![Asif Ali Zardari: গোটা কার্যকালে এক পয়সাও বেতন নয়, অর্থনৈতিক সঙ্কটে বেনজির সিদ্ধান্ত পাক প্রেসিডেন্টের Pakistan President Asif Ali Zardari Will not draw salary due to the economic crisis country is facing Asif Ali Zardari: গোটা কার্যকালে এক পয়সাও বেতন নয়, অর্থনৈতিক সঙ্কটে বেনজির সিদ্ধান্ত পাক প্রেসিডেন্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/ab5bc9e86461885672b2e31a10f0dd991710323402267338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লাহৌর: পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আবারও শপথ নিয়েছেন। কিন্তু গোটা কার্যকালে একটি টাকাও বেতন নেবেন না আসিফ আলি জারদারি (Asif Ali Zardari)। বর্তমানে যে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানাল তাঁর দফতর। দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনাই আপাতত লক্ষ্য বলে জানানো হয়েছে।
জারদারির দফতর থেকে বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানানো হয়। তারা জানায়, পাকিস্তান যে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেকথা মাথায় রেখে প্রেসিডেন্ট হিসেবে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জারদারি। দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশের কোষাগারের উপর আর চাপ বাড়াতে চান না। তাই একটি টাকাও বেতন নেবেন না তিনি। (Pakistan News)
গত ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি। ইতিমধ্যে শপথগ্রহণও সেরে ফেলেছেন। এই নিয়ে দ্বিতীয় বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। শুধু জারদারিই নয়, অর্থনৈতিক সঙ্কটের কথা মাথায় রেখে পাকিস্তানের নব নির্বাচিত সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভিও গোটা কার্যকালে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: Vladimir Putin: যুদ্ধে অযাচিত দখলদারি আমেরিকার? পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি পুতিনের
সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানান নকভি। তিনি লেখেন, ‘পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক এবং মাদক নিয়ন্ত্রণ মন্ত্রকের দায়িত্ব পেয়ে অভিভূত আমি। গোটা কার্যকালে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। যে সঙ্কটজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, সর্বতো ভাবে দেশের সেবা করার এবং দেশবাসীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি’।
বিগত কয়েক বছরের ধরেই অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। মূল্যবৃদ্ধির খাঁড়া যেমন ঝুলছে মাথার উপর, তেমনই দেনার দায়েও তথৈবচ অবস্থা। দীর্ঘ সময় ধরে খাদ্যসঙ্কটও চলছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (IMF) সঙ্গে দর কষাকষি চলছে তাদের। দেশের অর্থনীতির গতি ফেরাতে IMF থেকে ৬০০ কোটি ডলার ঋণ চায় পাকিস্তান।সেই নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিলেন জারদারি এবং নকভি।
এর পাশাপাশি, দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথা ভাঙতেও উদ্যত হয়েছেন জারদারি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো খুন হন। তাঁর অবর্তমানে একাই এতদিন দায়িত্ব সামলে এসেছেন। 'ফার্স্ট লেডি' হিসেেব পাশে কেউ ছিল না তাঁর। এবার ছোট মেয়ে আসিফা ভুট্টো জারদারিকে 'ফার্স্ট লেডি'র দায়িত্ব সঁপে দিতে চান জারদারি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)