এক্সপ্লোর
Advertisement
করোনা ঠেকাতে বন্ধ করতে হবে আইসক্রিম খাওয়া? মোটেই না
আর শুনুন, ফেস মাস্ক পরলেই যে করোনা ঠেকানো যাবেই, তারও কোনও গ্যারান্টি নেই। চোখ দিয়ে তো বটেই, ছোট্ট ছোট্ট কণাও মাস্কের মধ্যে দিয়ে ঢুকতে পারে।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা, করোভাইরাস ঠেকাতে নাকি আইসক্রিম খাওয়া বন্ধ রাখতে হবে। কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক বলছে, আসলে করোনার সঙ্গে আইসক্রিমের কোনও সম্পর্ক নেই। দেখে নিন, কী কী বলছে ওই ফ্যাক্ট চেক।
বর্তমানে যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে, তার সঙ্গে আইসক্রিমের কোনওরকম সম্পর্ক থাকার প্রমাণ মেলেনি। ফলে আইসক্রিম এড়ালে করোনা আটকানো যাবে বলে যে খবর ছড়িয়েছে তা মোটেই ঠিক নয়। আবার আর একটি বার্তা হোয়াটঅ্যাপে ছড়িয়েছে, তাতে বলা হয়েছে, গরম জলে ভিনিগার আর নুন মিশিয়ে পান আর গার্গল করলে করোনা ঠেকানো যাবে। এটাও ঠিক নয় বলে জানিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক।
আর শুনুন, ফেস মাস্ক পরলেই যে করোনা ঠেকানো যাবেই, তারও কোনও গ্যারান্টি নেই। চোখ দিয়ে তো বটেই, ছোট্ট ছোট্ট কণাও মাস্কের মধ্যে দিয়ে ঢুকতে পারে। তবে করোনা মূলত ছড়াচ্ছে সর্দি আর হাঁচি কাশি থেকে, তাই কেউ যদি সামনে হেঁচে ফেলে, তবে মুখে মাস্ক থাকলে আপনি কিছুটা নিরাপদ। আর একেবারে খোলামেলা থেকে করোনাকে নেমন্তন্ন করার থেকে তো কিছুটা আবরণ থাকা ভাল! করোনা আক্রান্ত কারও যদি সংস্পর্শে আসেন, তবে মাস্ক পরে থাকলে আপনার শরীরে সংক্রমণের আশঙ্কা কমে যায়। আর নিজে যদি করোনায় আক্রনান্ত হন বা সম্ভাবনা থাকে, তবে মাস্ক পরলে অন্যদের শরীরে সংক্রমণ হবে না।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement