Shah Rukh On Kohli: আইপিএলের ওজি কে? ইডেনে দাঁড়িয়ে এই ক্রিকেটারকে বেছে নিলেন শাহরুখ
IPL Opening: কলকাতা নাইট রাইডার্সের ডেরায় দাঁড়িয়ে আইপিএলে ক্রিকেটার কোহলির মাস্তানিকে স্বীকৃতি দিলেন স্বয়ং গৃহকর্তা শাহরুখ।

সন্দীপ সরকার, কলকাতা: দুজনের সম্পর্ক বরাবরই মধুর। এও শোনা যায় যে, একটা সময় যখন অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক ভাঙতে বসেছিল, মধ্যস্থতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনিই। শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর জন্যই নাকি ফের মিঞা-বিবি এক হয়েছিলেন বলে শোনা যায়।
শনিবার ভরা ইডেনে দাঁড়িয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) প্রশংসায় ভরিয়ে দিলেন শাহরুখ। এবং আইপিএলের উদ্বোধনে আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন, আইপিএলের ইতিহাসে ওজি কোহলিই।
ওজি অর্থাৎ, অরিজিনাল গ্যাংস্টার। কলকাতা নাইট রাইডার্সের ডেরায় দাঁড়িয়ে আইপিএলে ক্রিকেটার কোহলির মাস্তানিকে স্বীকৃতি দিলেন স্বয়ং গৃহকর্তা শাহরুখ। গৃহকর্তাই তো! কেকেআরের মালিক শনিবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করলেন। প্রবল প্রতিপক্ষকে দিলেন দরাজ সার্টিফিকেট। হাজার হোক, ইডেন যে আইপিএলে শাহরুখেরই মাঠ।
শ্রেয়া ঘোষাল ও কর্ণ অউজলার গান ও দিশা পাটানির নাচের পরই শাহরুখ মঞ্চে ডেকে নেন কোহলিকে। শাহরুখ বলেন, 'বিরাট ভাই একমাত্র ক্রিকেটার, যে আইপিএলের শুরুর দিন থেকে এখনও পর্যন্ত খেলে চলেছে এবং একই দলে খেলে চলেছে। আর সেই দল হল আরসিবি। ও হচ্ছে আইপিএলের ওজি। কোহলি, কোহলি, কোহলি, কোহলি, কোহলি...' শাহরুখের সঙ্গে গলা মিলিয়ে গোটা গ্যালারি গর্জন করে ওঠে কোহলির নামে।
শাহরুখ এরপর বলেন, 'এরপর ক্রিকেটও তো খেলতে হবে। আর আমাদের কথোপকথনের শর্টস দেখতে হবে। তুমি এত বড় অনুপ্রেরণা বিরাট। আমিও রাত জেগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দেখেছি শুধু ওর ব্যাটিং দেখব বলে। আমি ভাগ্যবান যে, ওর পাশে দাঁড়িয়ে রয়েছি।'
পাল্টা কৃতজ্ঞতা জানিয়ে বিরাট বলেন, 'শাহরুখ ভাই ধন্যবাদ। এত ভাল করে পরিচয় করালে। বোল্ড জেনারেশন উঠে আসছে দ্রুত। তবে পুরনো প্রজন্মও রয়েছে এখানে। এখনও ম্যাচ খেলতে তৈরি। আর আশা করছি এত সমর্থকদের আরও কিছু দুর্দান্ত স্মৃতি উপহার দেবে তারা।'
কোহলি যেন ইঙ্গিত দিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বিপর্যয়ের পর যেভাবে তাঁকে কিংবা রোহিত শর্মাকে বাদ দেওয়ার দাবি উঠেছিল, সেটা কতটা ভ্রান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এমনিতেই মানসিকভাবে টগবগে কোহলি। আইপিএল শুরুর লগ্নে আত্মবিশ্বাসে ভরপুর দেখাল তাঁকে।
King Khan 🤝 King Kohli
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
When two kings meet, the stage is bound to be set on fire 😍#TATAIPL 2025 opening ceremony graced with Bollywood and Cricket Royalty 🔥#KKRvRCB | @iamsrk | @imVkohli pic.twitter.com/9rQqWhlrmM
আর যেভাবে প্রতিপক্ষ শিবিরের মালিক দরাজ সার্টিফিকেট দিলেন, তাতে বিরাট-মনোবল আরও কয়েক ধাপ বেড়ে যাওয়ারই কথা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
