(Source: ECI/ABP News/ABP Majha)
নিম্নচাপের আবহেই বঙ্গে ভোট, পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফকে প্রস্তুত থাকতে নির্দেশ
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, জঙ্গিপুর ভোট
সুমন ঘড়াই, কলকাতা: আবার নিম্নচাপ ঘনীভূত পশ্চিমবঙ্গের আকাশে। আগামী সাত দিন ঘন বর্ষা হতে পারে। এদিকে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, জঙ্গিপুর ভোট। এনডিআরএফকে প্রস্তুত থাকতে নির্দেশ দিল নবান্ন।
পরপর কয়েকটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তার জেরে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। জমতে পারে জলও। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে এখনও জলমগ্ন বেশ কয়েকটি জেলা। এরই মধ্যে বঙ্গে ফের ভোটও রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা কীভাবে করা হবে, তা নিয়েই নবান্নে এদিন উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। এর পাশাপাশি বৈঠকে বসেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও। বিপর্যয় মোকাবিলা, যাবতীয় সতর্কীকরণ গ্রহণ সহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, ত্রাণশিবির প্রস্তুত রাখতে বলা হয়েছে। যেসব জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত, সেখানে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুর কেন্দ্রে। এখনও বেশ কয়েকটি ওয়ার্ডে জমে রয়েছে জল। ওই জল যাতে দ্রুত নামানো যায়, সেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এনডিআরএফ-কে সঙ্গে নিতে হবে। রাজ্য পুলিশ সহ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও যাতে ভোট নির্বিঘ্নে হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
দেখুন ভিডিও:
এক দুর্যোগ কাটতে পারল না, এরইমধ্যে চোখ রাঙাচ্ছে আরেক দুর্যোগ। আগামী শুক্রবার ফের ঘনাচ্ছে নিম্নচাপ। তার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্র, এই দু’দিন বৃষ্টির পরিমান কমবে।
কিন্তু, শুক্রবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা ক্রমশ এগোবে ওড়িশার দিকে। তার প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গের উপকূলভাগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবি ও সোম বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ -২৭ সেপ্টেম্বর বেশি বৃষ্টি উপকূলে। মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: Birbhum: দুবরাজপুর-খয়রাশোলের রাস্তাজুড়ে মরণফাঁদ, বিপজজ্জনক সড়ক নিয়ে ক্ষোভ যাত্রীদের