Sukhendu Shekhar Roy On Repeal Farm Laws: ''নির্বাচনে হারের আশঙ্কা, তাই ভয় পেয়ে এই সিদ্ধান্ত মোদির'', প্রতিক্রিয়া সুখেন্দুশেখর রায়ের
Sukhendu Shekhar Roy On Repeal Farm Laws: এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন কৃষকরা। দিল্লি-হরিয়ানা সীমানার আম্বালায় পুলিশের বাধা মুখে পড়তে হয়েছিল তাঁদের।
কলকাতা: ৩ কৃষি আইন প্রত্যাহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সিদ্ধান্তের মূলে বিজেপির ভীতি কাজ করছে বলে মনে করছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। তিনি বলেন, ''সামনের বছর ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। সেই নির্বাচনে সম্পূর্ণভাবে পরাস্ত হবে বিজেপি। সেই ভয় পেয়েই এই সিদ্ধান্ত। কৃষি আইন প্রত্যাহার করার জন্য কৃষকরা ক্রমাগত আন্দােন চালিয়ে গিয়েছে শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে। কৃষকদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালিয়ে গিয়েছে মোদি সরকার। কিন্তু কৃষকরা পিছপা হয়নি।''
এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন কৃষকরা। প্রথম দিনেই দিল্লি-হরিয়ানা সীমানার আম্বালায় পুলিশের বাধা মুখে পড়তে হয়েছিল তাঁদের। তারপর দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে। কিন্তু, সুরাহা হয়নি। চাপে পড়ে দেড় বছরের জন্য তিনটি কৃষি আইন স্থগিত রাখতে রাজি বলেও আশ্বাস দেয় মোদি সরকার। কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি। কৃষকরা আইন প্রত্যাহারের দাবি থেকে একচুল সরেননি।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন, ‘প্রত্যেক সংগ্রামী কৃষককে আমার অভিনন্দন, এই আন্দোলনকারী কৃষকরা তাঁদের প্রতি হওয়া কোনও নিষ্ঠুরতাতেই দমেননি, এটা আপনাদের জয়, এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য রইল গভীর সমবেদনা।’
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের ট্যুইট, ঔদ্ধত্যের পরাজয়। গর্বের চূড়া থেকে হাঁটু ভেঙে বসা। সিপিএমের ট্যুইট, সংযুক্ত কিষাণ মোর্চা ও লক্ষ লক্ষ লড়াকু কৃষককে অভিনন্দন।
সংযুক্ত কৃষাণ মোর্চার নেতৃত্বাধীন কৃষকদের আন্দোলনের পক্ষে বিরাট জয়। মোদি সরকারের সব ঘৃণ্য কৌশল পরাজিত হয়েছে। স্বৈরতান্ত্রিক শাসক বাধ্য হয়েছে ৩টি কালা কৃষি আইন প্রত্যাহার করতে।
ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ট্যুইটে জানিয়েছেন, এখনই কৃষক আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে না। সরকার যেদিন সংসদে কৃষি আইন প্রত্যাহার করবে, সেদিনের জন্য অপেক্ষা করা হবে।
আরও পড়ুন: 'পার্লামেন্টে আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দলন থামবে না', ট্যুইট বার্তা রাকেশ টিকায়তের