Uttarakhand Tunnel Collapse Live: অন্ধকার সুড়ঙ্গে আটকে আলোর অপেক্ষায় ৪১ জন, বারবার বাধার মুখে পড়ছে উদ্ধারকারী দল, এখনও ১৫ মিটার দূরে
Uttarkashi Tunnel Collapse Live Updates: নির্মাণকার্য চলাকালীন ভেঙে পড়ে নির্মীয়মান সুড়ঙ্গ। ভোররাতে দুর্ঘটনা ঘটলে ভিতরেই আটকে পড়েন ৪১ জন শ্রমিক
LIVE

Background
Uttarkashi Tunnel Collapse Update: ফের থমকাল উদ্ধারকাজ !
ফের থমকে গেল উদ্ধারকাজ। শুক্রবারও অগার যন্ত্র ফের বাধার মুখে পড়ে। যারপর ১৩ তম দিনে একফোঁটাও এগোল গেল না কাজ।
Uttarkashi Tunnel Collapse Live Update : সমস্যা মিটিয়ে উদ্ধারকাজ ফের শুরুর তোড়জোড়
এক সংস্থা ভিতরে গিয়ে স্ক্য়ান করে দেখতে পেয়েছে, আগামী ৫ মিটারে কিছু নেই। অনায়াসেই এই পথ পেরোতে পারবে। পাইপের মুখ বেঁকে যায়। কাটার কাজ শেষ হয়ে গেছে।
Uttarkashi Tunnel Collapse Update: সুড়ঙ্গে ঢুকে পড়েছেন এনডিআরএফ-এর ২১ জন উদ্ধারকারী, সুড়ঙ্গে বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স
'অগার' যন্ত্র মেরামতির পর ফের শুরু ড্রিলিং। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে উদ্ধারকারীরা। গতকাল টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করে। বুধবার রাতেই সুড়ঙ্গে ঢুকে পড়েছেন এনডিআরএফ-এর ২১ জন উদ্ধারকারী। সুড়ঙ্গে বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স, প্রস্তুত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প।
Uttarkashi Tunnel Collapse Live Update: ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, জারি রয়েছে রাস্তা পরিষ্কারের কাজ, উদ্ধারকাজ এখনও আটকেই
এখনও যায়নি একটুও এগোনো। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) জানিয়েছে উদ্ধারকাজের মাঝে বাধা পাওয়ার পর এখনও জারি সেগুলো পরিষ্কার করে ফের উদ্ধারকাজ শুরু করার কাজ।
Uttarkashi Tunnel Collapse Update: পাঠানো হল খাবার, এখনও ১৫ মিটার দূরে উদ্ধারকারীরা
খুব একটা এগোন যায়নি উদ্ধারকাজ। এখনও এখনও ১৫ মিটার দূরে উদ্ধারকারীরা। ধসে জেরে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য পাঠানো হল ফল, খাবার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
