এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনাভাইরাস:বাংলাদেশে স্থগিত মুজিবর রহমান জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠান, বাতিল হতে পারে মোদির সফর
বর্ষব্যাপী জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের কর্মসূচী রূপায়ণ কমিটির চিফ কো-অর্ডিনেটর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রক্ষিতে আগামী ১৭ মার্চের অনুষ্ঠান স্থগিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা: শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ মার্চের মূল উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করল বাংলাদেশ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বর্ষব্যাপী জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের কর্মসূচী রূপায়ণ কমিটির চিফ কো-অর্ডিনেটর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেছেন, বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রক্ষিতে আগামী ১৭ মার্চের অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের এই শীর্ষস্তরের আধিকারিক বলেছেন, আগামী ১৭ মার্চ ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে প্রচুর জনসমাগম হত। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, অনুষ্ঠান স্থগিত হলেও তা বাতিল হচ্ছে না।
চৌধুরী বলেছেন, আগামী ১৭ মার্চের অনুষ্ঠান কীভাবে ও কেমনভাবে পালন করা হবে এবং ভবিষ্যত অনুষ্ঠান সম্পর্কে, সিদ্ধান্ত নিতে তাঁরা বৈঠকে বসছেন।
এই সিদ্ধান্তের ফলে মোদির বাংলাদেশ সফর আপাতত স্থগিত হতে পারে বলে সূত্রের খবর। যদিও ভারত ও বাংলাদেশ-উভয় দেশের পক্ষ থেকেই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
চৌধুরী এ ব্যাপারে বলেছেন, বাংলাদেশের বিদেশমন্ত্রকই ভারতের প্রধানমন্ত্রীর সফর সংক্রান্ত বিষয়টি নিয়ে জানাতে পারে।
চৌধুরী বলেছেন, অন্যান্য অনুষ্ঠান সূচী অনুযায়ী বছরজুড়ে পরিকল্পনা অনুযায়ী চলবে।
সূত্রের খবর, নরেন্দ্র মোদি সফর সংক্রান্ত বিষয়ে পরবর্তী নতুন পরিকল্পনা ও সময়সূচী সংক্রান্ত বিষয়ে ভারত সরকারকে জানাবে বাংলাদেশ সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement