এক্সপ্লোর
Mahashivratri 2024 : মাস ঘুরলেই শিবরাত্রি, জেনে নিন মহাদেবকে তুষ্ট করার সঠিক সময় ও নিয়ম
Mahashivratri 2024 : পুজো পদ্ধতি অনুযায়ী , রাত্রে চার প্রহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে। মতান্তরে, চার প্রহরে চারবার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিবপুজো করে নেওয়া যেতে পারে।

মাস ঘুরলেই শিবরাত্রি
1/8

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় । মনে রাখুন এই বছর আগামী ৮ মার্চ, শুক্রবারে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু এদিনই।
2/8

চতুর্দশী পড়বে ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিটে । চতুর্দশী তিথির শেষ হচ্ছে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে। শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয়, সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে সূর্যোদয় ধরে অর্থাৎ ৮ মার্চ।
3/8

পুজো পদ্ধতি অনুযায়ী , রাত্রে চার প্রহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে। মতান্তরে, চার প্রহরে চারবার পুজো করতে কেউ অক্ষম হলে প্রথম প্রহরেই পরপর চারবার শিবপুজো করে নেওয়া যেতে পারে।
4/8

শিবরাত্রি পালন করতে গেলে ভক্তিভরে, শুদ্ধচিত্তে পুজোর জন্য প্রস্তুত হতে হবে। প্রত্যেক প্রহরে স্নান ও অর্ঘ্যদানের সময় আলাদা আলাদা মন্ত্র পড়তে হবে।
5/8

শিবরাত্রিতে অর্ঘ্যদান করতে হবে এই মন্ত্র পড়ে - ওঁ শিবরাত্রিব্রতং দেব পূজাজপরায়ণঃ। করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বর। নম শিবায় নমঃ মন্ত্রে অর্ঘ্য দিতে হবে।
6/8

প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম রয়েছে। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম রয়েছে।
7/8

শিবরাত্রি ব্রতকথা শুনতে হয় পুজো শেষে। রয়েছে আরও নানাবিধ নিয়ম। তবে সর্বাগ্রে দরকার শুদ্ধ চিত্ত।
8/8

বিশ্বাস, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন।
Published at : 05 Feb 2024 07:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
