এক্সপ্লোর
ITR Filing: ডেডলাইন ৩১ জুলাই, আয়কর দাখিলের আগে হাতে রাখবেন কী কী?
Income Tax: আয়কর তথ্য দাখিলের আগে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। সেই সময় হাতের কাছে রাখুন এগুলি

নিজস্ব চিত্র
1/9

আর কদিন পরেই ব্যক্তিগত আয়কর তথ্য দাখিলের শেষ দিন। ৩১ জুলাইয়ের আগে কীভাবে বাড়ি বসে অনলাইনে দাখিল করতে পারবেন আয়কর (Income Tax)।
2/9

প্রথমেই ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সেই কাজে প্রয়োজন আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card), একটি চালু মোবাইল নম্বর এবং একটি চালু ই-মেল আইডি।
3/9

আয়করদাতার পরিচয় নিশ্চিত করতে এগুলি প্রয়োজন। যে মোবাইল নম্বর এবং মেল-আইডি ব্যবহার করা হচ্ছে সেগুলি যেন চালু থাকে কারণ এরপর ওই নম্বর ও আইডি-তে যাবতীয় তথ্য আসবে।
4/9

প্রথমে ইনকাম ট্যাক্সের পোর্টালে দিয়ে ই-ফাইলিং (E-filing) করতে হবে। ব্যক্তিগত তথ্য এবং বাকি তথ্য দেওয়ার পরে নথিবদ্ধ মোবাইল নম্বর ও মেল আইডি-তে ২টি আলাদা ওটিপি আসবে।
5/9

নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ২টি ওটিপি দিয়ে পাসওয়ার্ড সেট করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে পোর্টালে লগ-ইন করে আয়কর দাখিলের প্রক্রিয়া চালানো যাবে।
6/9

আপনার জন্য় নির্দিষ্টি ITR ফর্ম বেছে নিন। চাকরিজীবী, ব্য়বসায়ী, চাকরি বা ব্যবসা-আয় নেই অথচ মূলধনী লাভ রয়েছে এমন ব্যক্তির জন্য আলাদা ফর্ম রয়েছে।
7/9

নির্দিষ্ট ফর্ম বেছে তা ফিল-আপ করতে হবে। AIS, Form-16 দেখে নিতে হবে। এরই সঙ্গে চালু ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। সবশেষে ই-ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে সাবমিট করতে হবে রিটার্ন।
8/9

আয়কর জমা দেওয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টও আয়কর জমা দেওয়ার কাজে লাগে। কারণ ব্যাঙ্কের নথিতে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটের নানা তথ্য থাকে।
9/9

এই সমস্ত নথিতে আমানত এবং প্রাপ্ত সুদ কত পাওয়া গিয়েছে তার উল্লেখ করা থাকে। ওই অর্থবর্ষের যাবতীয় লেনদেনের উল্লেখ থাকে।
Published at : 18 Jul 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
