এক্সপ্লোর
Amitabh Bachchan: পালস্ চলছে না! অমিতাভের হাত ধরেই চমকে উঠলেন চিকিৎসক!
Amitabh Bachchan Unknown News: সদ্য, 'কেবিসি' (KBC)-র মঞ্চে প্রকাশ্যে এসেছে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি অজানা তথ্য, সেই তথ্য এমনই যা রীতিমতো অবাক করে দিয়েছে একজন চিকিৎসককেও।

কেন চমকে উঠেছিলেন অমিতাভের এই চিকিৎসক?
1/10

তাঁর ঝুলিতে প্রচুর ছবি, আর সেই ছবির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অভিজ্ঞতাও। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
2/10

সদ্য, 'কেবিসি' (KBC)-র মঞ্চে প্রকাশ্যে এসেছে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি অজানা তথ্য, সেই তথ্য এমনই যা রীতিমতো অবাক করে দিয়েছে একজন চিকিৎসককেও।
3/10

অমিতাভ বচ্চনের 'কেবিসি' (KBC)-র মঞ্চে হাজির একজন চিকিৎসক। তিনি অমিতাভ বচ্চনের পালস দেখতে যান এবং গিয়েই অবাক।
4/10

ওই চিকিৎসক অমিতাভের হাতে কোনও পালস খুঁজে পান না। বার বার দেখেও চিকিৎসক জানান, অমিতাভের হাতে কোনও পালসের স্পন্দনই নেই।
5/10

মজা করে অমিতাভ জানান, তাঁর পালস চলে যাচ্ছে বলেই বোধহয় তাঁর পালস পাওয়া যাচ্ছে না। কিন্তু এরপরে, নিজের মঞ্চে ফিরে গিয়ে অমিতাভ শোনান একটি রোমহর্ষক গল্প, থুড়ি ঘটনা।
6/10

অমিতাভ মঞ্চে বসেই জানান, ১৯৮২ সালে 'কুলি' ছবির শ্যুটিং করতে গিয়ে একটি গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হন অমিতাভ। বন্ধ হয়ে যায় শ্যুটিং।
7/10

দীর্ঘদিন হাসপাতালে ছিলেন অমিতাভ। একসময়ে চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেথ বা শারীরিকভাবে মৃত বলেই ঘোষণা করে দিয়েছিলেন।
8/10

তবে সেই পরিস্থিতি থেকেও ফিরে আসেন অমিতাভ। দীর্ঘ চিকিৎসার পরে কার্যত পুনর্জন্ম লাভ হয় তাঁর। সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে।
9/10

সেই সময়ে বারে বারে অমিতাভের হাতের পালস কেটে দেখা হত সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে কি না। এভাবেই দেখা হত অমিতাভের শরীরে প্রাণ রয়েছে কি না।
10/10

বারে বারে এই কাটাকুটির ফলে বর্তমানে অমিতাভের হাতে আর পালস পাওয়া যায় না। তাঁর পালস এখন কেবলমাত্র পাওয়া যায় গলায় এবং হাতের বাহুতে।
Published at : 28 Jul 2024 09:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
