এক্সপ্লোর
Durga Puja 2022: মায়ানগরীতে জমজমাট সপ্তমী, শাঁখ বাজালেন অনুরাগ, একছাদের নিচে কাজল-রানি, অয়ন
Bollywood: সারা বছর দেখা-সাক্ষাৎ না হলেও, পুজোর সময় একছাদের নিচে জড়ো হন মুখুজ্যে পরিবারের সদস্যরা।

মুম্বইয়ে দুর্গাপুজোয় তারকার মেলা।
1/10

মায়ানগরীর চাকচিক্যের মধ্যে একটুকরো সাবেকিয়ানা। বছরের এই সময় আরব সাগরের তীরে একটুকরো বাংলাও গড়ে ওঠে বলা যায় অবলীলায়। এর নেপথ্যে রয়েছে মুখুজ্যে পরিবার।
2/10

নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো বলে যা পরিচিত, তা আসলে এই মুখুজ্যেদেরই। আর তাকে ঘিরেই বছরের ক’টি দিন পাল্টে যায় মুম্বই।
3/10

বংশ পরম্পরায় বলিউডের সঙ্গে যুক্ত এই মুখুজ্যে পরিবার। বাংলার দুর্গাপুজোকে মুম্বইয়ে জাঁকজমক সহকারে পালনের নেপথ্যেও তাঁরাও। আজ যা আরও সার্বিক আকার ধারণ করেছে।
4/10

তার কারণ অবশ্যই পরিবারের তারকা-সদস্যরা। কাজল, রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়ের মতো তারকা-অভিনেতা-পরিচালক এই পরিবারের সদস্য।
5/10

সারা বছর যেখানেই থাকুন না কেন, পুজোর ক’দিন একছাদের নিচে জড়ো হন সকলে। পুজো-অর্চনা, ভোগ বিতরণ, খাওয়া-দাওয়া, পরিবেশন, সবেতেই অংশ নেন তাঁরা।
6/10

এ বছরও তার অন্যথা হল না। ষষ্ঠীর দিন সন্ধেয় প্যান্ডেলে পৌঁছন কাজল। তানিশা, শর্বাণীও ছিলেন সেখানে। প্যান্ডেল এবং মণ্ডপসজ্জা খতিয়ে দেখেন তাঁরা।
7/10

সপ্তমীর সকাল থেকেও একে একে সকলে এসে পৌঁছন। গতকাল হলুদ বেনারসী পরে হাজির হয়েছিলেন প্যান্ডলে। আজ কাজলের পরনে ছিল লাল শাড়ি।
8/10

পুজোয় উপস্থিত হন রানিও। তাঁর পরনে ছিল নীল-সবুজ শাড়ি। টানটান করে বাঁধা চুল। খোঁপা মোড়া সাদা ফুলে।
9/10

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সাফল্য চুটিয়ে উপভোগ করছেন অয়ন। সাধারণ কুর্তা-পাজামায় দেখা যায় তাঁকে। কাজলের সঙ্গে খোশগল্পও করেন।
10/10

পরিচালক অনুরাগ বসুও পুজোয় পৌঁছন। শুধু ঠাকুর দেখাই নয়, শাঁখও বাজান তিনি। এ ছাড়াও অভিনেত্রী হৃষিতা ভট্টকেও দেখা যায় সেখানে।
Published at : 02 Oct 2022 03:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
