এক্সপ্লোর
Kriti Sanon: সাদা থাই-হাই স্লিট পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুলছেন কৃতী শ্যানন

কৃতী শ্যানন
1/8

বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকের পছন্দের তালিকায় জায়গা তৈরি করে নিয়েছেন।
2/8

খুব অল্প সময়েই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন। বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করছেন কৃতী।
3/8

সম্প্রতি আগামী ছবি 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশনের জন্য কপিল শর্মার শোয়ে এসেছিলেন কৃতী শ্যানন। সঙ্গে ছিলেন অক্ষয় কুমার.
4/8

কপিল শর্মার শোয়ে সাদা রঙের একটি থাই হাই স্লিট পোশাক পরে আসেন কৃতী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী। আর নেট দুনিয়ায় ঝড় উঠেছে কৃতীর এই সাজে।
5/8

সাদা থাই-হাই স্লিট পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি পরেছিলেন কৃতী শ্যানন। নজর কাড়ছিল তাঁর নেকলেস থেকে আংটি।
6/8

'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি।
7/8

অক্ষয় কুমারের বিপরীতে 'বচ্চন পাণ্ডে' ছাড়াও তাঁকে দেখা যাবে 'ভেড়িয়া' ছবিতে বরুণ ধবনের বিপরীতে। কৃতী শ্যানন অভিনয় করছেন 'গণপত' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন টাইগার শ্রফ।
8/8

জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু 'মিমি' ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। এই ছবির পর থেকেই তাঁর জনপ্রিয়তা আরও খানিকটা বেড়ে যায়।
Published at : 10 Feb 2022 12:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
