এক্সপ্লোর
Harnaaz Sandhu Profile: অনুপ্রেরণা চিকিৎসক মা, লাস্যময়ী হরনাজ কম যান না পড়াশোনাতেও

হরনাজ কৌর সান্ধু। ছবি: মিস ইউনিভার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

দু’দশকের খরা কাটিয়ে ভারতকে মিস ইউনিভার্স খেতাব এনে দিলেন হরনাজ কৌর সান্ধু। কৈশোর থেকে সুন্দরী প্রতিযোগিতা অংশ নেওয়া হরনাজকে চিনে নিন একঝলকে।
2/10

২০০০ সালের ৩ মার্চ চণ্ডীগড়ে জন্ম হরনাজের। বয়স মাত্র ২১ বছর। তবে কৈশোর থেকেই সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখিয়ে আসছেন।
3/10

২০১৭ সালে মিস ফিরোজাপুর হন হরনাজ। ২০১৮ সালে মিস ম্যাক্স ইমার্জিং স্টার খেতাব জেতেন। ডিসেম্বরে মিস ডিভা ২০২১-ও হন হরনাজ। সেখান থেকেই আন্তর্জাতিক মঞ্চে পা রাখা।
4/10

প্রিয়ঙ্কা চোপড়ার অনুরাগী হরনাজ, মডেলিংও করেছেন। আবার ক্যামেরার সামনে কাজের অভিজ্ঞতাও রয়েছে। 2021 সালে পাঞ্জাবি ছবি ‘ইয়ারা দিয়ান পু বরণ’ এবং ‘বাই জি কুট্টাঙ্গে’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
5/10

গ্ল্যামার জগতের বাইরে পড়াশোনাতেও পিছিয়ে নেই হরনাজ। তথ্য-প্রযুক্তিতে স্নাতক তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে যাওয়ার আগে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিলেন।
6/10

কোনও রাজনীতিক বা অভিনেত্রী নন, হরনাজের আদর্শ তাঁর মা । পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ মায়ের সঙ্গে স্বাস্থ্যশিবিরে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। পুরুষতন্ত্রের শিকল ভেঙে মা যে ভাবে নজির গড়েছেন, সেই পথেই হাঁটতে চান হরনাজ।
7/10

‘ক্লেফট প্যালেট’ বা ঠোটের উপরের অংশ এবং নাক ও ঠোটের মাঝখানের অংশে অনেকখানি ফাটল নিয়ে জন্মানো শিশুদের নিখরচায় অস্ত্রোপচারের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে হরনাজকে। তিনি ‘স্মাইল ট্রেইন ইন্ডিয়া’র সঙ্গেও যুক্ত।
8/10

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেততামূলক কর্মসূচির সঙ্গেও যুক্ত হরনাজ। যাঁরা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিতে চান না, তাঁদের উদ্দেশে হরনাজের বার্তা, ‘ক্ষতি হয়ে যাওয়ার আগে পরিস্থিতি সামাল দেওয়ার চেয়ে আগেভাগে সতর্ক হওয়া ঢের ভাল।’
9/10

এ ছাড়াও সাঁতার কাটতে ভালবাসেন হরনাজ। ঘোড়দৌড়েও আগ্রহ রয়েছে তাঁর। রোগা বলে এক সময় অনেক কটাক্ষ শুনতে হয়েছে হরনাজকে। কিন্তু রোগা চেহারাই তাঁকে সুন্দরী প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।
10/10

আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেও নিজের শিকড়ের প্রতি টান তুলে ধরেছেন হরনাজ। তাই জাতীয় পোশাক প্রতিযোগিতায় গোলাপি রঙের লেহঙ্গা এবং হাতে রাজকীয় ছাতা নিয়েই হাজির হন তিনি।
Published at : 13 Dec 2021 07:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
