এক্সপ্লোর
Randhir Kapoor Birthday: জন্মদিনে রণধীর কপূরের অজানা তথ্য
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/6bd704700fd73a9de24dd6707a864223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রণধীর কপূর
1/8
![আজ জন্মদিন বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কপূরের। জন্মদিনে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/5d4a80a41665bffa69db52029dc5282e6f838.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ জন্মদিন বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কপূরের। জন্মদিনে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
2/8
![খুব অল্প বয়স থেকেই অভিনয় জীবন শুরু হয় রণধীর কপূরের। শিশুশিল্পী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়। 'শ্রী ৪২০', 'দো ওস্তাদ' ছবিতে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/2e93405edfeb36170f900d0a527c61e79fc88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খুব অল্প বয়স থেকেই অভিনয় জীবন শুরু হয় রণধীর কপূরের। শিশুশিল্পী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়। 'শ্রী ৪২০', 'দো ওস্তাদ' ছবিতে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়।
3/8
![১৯৭১ সালে মুক্তি পাওয়া 'কাল আজ অউর কাল' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় রণধীর কপূরের। এই ছবিতে রণধীর কপূর ছাড়াও অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কপূর, রাজ কপূর এবং ববিতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/2f888ee77d32f01752173abd2c27bfdd20c2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৭১ সালে মুক্তি পাওয়া 'কাল আজ অউর কাল' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় রণধীর কপূরের। এই ছবিতে রণধীর কপূর ছাড়াও অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কপূর, রাজ কপূর এবং ববিতা।
4/8
![বলিউডের 'হিট মেশিন' বলা হত রণধীর কপূরকে। 'জিৎ', 'জওয়ানি দিওয়ানি', 'রামপুর কা লক্ষণ' এবং একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/65157aaa4481c677aad0a3204edaf2ce3b049.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের 'হিট মেশিন' বলা হত রণধীর কপূরকে। 'জিৎ', 'জওয়ানি দিওয়ানি', 'রামপুর কা লক্ষণ' এবং একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।
5/8
![প্রযোজক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। ''আ অব লওট চলে, 'হেনা', 'প্রেমগ্রন্থ' ছবি প্রযোজনা করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/2a5d7df103e2674e120e5804a58541918d90d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রযোজক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। ''আ অব লওট চলে, 'হেনা', 'প্রেমগ্রন্থ' ছবি প্রযোজনা করেন তিনি।
6/8
![শুধু অভিনেতা কিংবা প্রযোজকই নন, পরিচালক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। বেশ কিছু জনপ্রিয় ছবি পরিচালনা করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/0b33c41a3e5c67525f57ba967b63dd1564c07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু অভিনেতা কিংবা প্রযোজকই নন, পরিচালক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। বেশ কিছু জনপ্রিয় ছবি পরিচালনা করেন তিনি।
7/8
![রাজেন্দ্র কুমার অভিনীত 'ঝুক গয়া আসমান' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন রণধীর কপূর। ছবিটি মুক্তি পায় ১৯৬৮ সালে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/3c7d814b66d5a4f7e689d5d02cbbf6e3a95ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজেন্দ্র কুমার অভিনীত 'ঝুক গয়া আসমান' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন রণধীর কপূর। ছবিটি মুক্তি পায় ১৯৬৮ সালে।
8/8
![বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কপূরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/3ededc70551c2a312be498a347c8bbfbba498.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কপূরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
Published at : 15 Feb 2022 07:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)