খুব অল্প বয়স থেকেই অভিনয় জীবন শুরু হয় রণধীর কপূরের। শিশুশিল্পী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়। 'শ্রী ৪২০', 'দো ওস্তাদ' ছবিতে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়।
3/8
১৯৭১ সালে মুক্তি পাওয়া 'কাল আজ অউর কাল' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় রণধীর কপূরের। এই ছবিতে রণধীর কপূর ছাড়াও অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কপূর, রাজ কপূর এবং ববিতা।
4/8
বলিউডের 'হিট মেশিন' বলা হত রণধীর কপূরকে। 'জিৎ', 'জওয়ানি দিওয়ানি', 'রামপুর কা লক্ষণ' এবং একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।
5/8
প্রযোজক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। ''আ অব লওট চলে, 'হেনা', 'প্রেমগ্রন্থ' ছবি প্রযোজনা করেন তিনি।
6/8
শুধু অভিনেতা কিংবা প্রযোজকই নন, পরিচালক হিসেবেও দেখা গিয়েছে রণধীর কপূরকে। বেশ কিছু জনপ্রিয় ছবি পরিচালনা করেন তিনি।
7/8
রাজেন্দ্র কুমার অভিনীত 'ঝুক গয়া আসমান' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন রণধীর কপূর। ছবিটি মুক্তি পায় ১৯৬৮ সালে।
8/8
বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কপূরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।