এক্সপ্লোর
Rashmika Mandanna Rejected Films: 'জার্সি' হোক বা সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ, একাধিক বড় বাজেটের ছবি প্রত্যাখ্যান রশ্মিকার

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/8

জাতীয় ক্রাশের তকমার পাশাপাশি, দক্ষিণী ছবির লেডি সুপারস্টার হয়ে ওঠা 'পুষ্পা' অভিনেত্রী রশ্মিকা মান্দানা আজকাল বেশ চর্চায় রয়েছেন।
2/8

দক্ষিণের পরিচালক ছাড়াও বলিউডের পরিচালকরাও রশ্মিকাকে নিয়ে কাজ করতে চান। কিন্তু আপনি কি জানেন যে রশ্মিকা মান্দান্না বলিউডের অনেক সুপারস্টারের সুপারহিট ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন!
3/8

কোন বড় বাজেটের ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এই অভিনেত্রী, জেনে নিন।
4/8

জার্সি - শাহিদ কপূর অভিনীত 'জার্সি'র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রশ্মিকা। রশ্মিকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে, এই ছবিটি ম্রুণাল ঠাকুরের কাছে যায়।
5/8

কিরিক পার্টি রিমেক - রশ্মিকা দক্ষিণের সফল ছবি 'কিরিক পার্টি' দিয়েই আত্মপ্রকাশ করেন। এই ছবির হিন্দি রিমেকে কার্তিক আরিয়ানের নাম উঠে আসে।
6/8

তবে অভিনেত্রী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে এই ছবির প্রস্তাব পেলেও তিনি তা করবেন না। পর্দায় বারবার একই চরিত্রের পুনরাবৃত্তি করতে চান না রশ্মিকা।
7/8

মাস্টার - থালাপথি বিজয়ের সুপারহিট ছবির জন্য প্রথমে রশ্মিকার সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল, কিন্তু অভিনেত্রী নির্মাতাদের এই পদ্ধতি পছন্দ করেননি।
8/8

সঞ্জয় লীলা বনশালির প্রজেক্ট- সঞ্জয় লীলা বনশালি রশ্মিকা ও রণদীপ হুডাকে নিয়ে একটি সুপারহিট ছবি বানাতে চেয়েছিলেন। কিন্তু কিছু কারণে এই কাজটি এগোয়নি এবং অভিনেত্রী কাজটি করতে চাননি।
Published at : 03 Feb 2022 04:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
