এক্সপ্লোর

Subrata Roy Demise: ১০ টাকা নিয়ে ২০ টাকা ফেরত, গরিবের আস্থা অর্জন করেই সাফল্য, সুব্রত ‘ব্যাড বয়’ হলেন যেভাবে...

Sahara India: সাধারণ পরিবারের ছেলে। সেখান থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন। তার পরও মাটিতে মুখ থুবড়ে পড়তে হয়েছিল সুব্রত রায়কে।

Sahara India: সাধারণ পরিবারের ছেলে। সেখান থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন। তার পরও মাটিতে মুখ থুবড়ে পড়তে হয়েছিল সুব্রত রায়কে।

—ফাইল চিত্র।

1/14
দেশভাগের ক্ষত নিয়ে পূর্ববঙ্গ থেকে চলে আসতে হয়েছিল পরিবারকে। প্রবাসী বাঙালি পরিবারের ছেলে, দুপুরের ভাতঘুম ধাতে সইত না। বরং যা কিছু হারিয়েছেন, সব ফেরত আনা, আকাশছোঁয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন ডানা মেলেনি শুধু, গোটা আকাশ প্রায় দখল করেছিলেন সাহারাকর্তা সুব্রত রায়। ৭৫ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। সাফল্যের পাশাপাশি রেখে গেলেন বিতর্কের দীর্ঘ ইতিহাসও।
দেশভাগের ক্ষত নিয়ে পূর্ববঙ্গ থেকে চলে আসতে হয়েছিল পরিবারকে। প্রবাসী বাঙালি পরিবারের ছেলে, দুপুরের ভাতঘুম ধাতে সইত না। বরং যা কিছু হারিয়েছেন, সব ফেরত আনা, আকাশছোঁয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন ডানা মেলেনি শুধু, গোটা আকাশ প্রায় দখল করেছিলেন সাহারাকর্তা সুব্রত রায়। ৭৫ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। সাফল্যের পাশাপাশি রেখে গেলেন বিতর্কের দীর্ঘ ইতিহাসও।
2/14
বিহারের আরারিয়ায় জন্ম সুব্রতর। কলকাতার হোলি চাইল্ড স্কুলে পড়াশোনা করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন গোরক্ষপুরের গভর্নমেন্ট টেকনিক্যাল ইনস্টিটিউটে। গোরক্ষপুরেই প্রথম ব্যবসায় হাত দেন। কিন্তু চাইলেই তো আর হয়ে যায় না, ব্যবসায় মূলধন লাগে।
বিহারের আরারিয়ায় জন্ম সুব্রতর। কলকাতার হোলি চাইল্ড স্কুলে পড়াশোনা করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন গোরক্ষপুরের গভর্নমেন্ট টেকনিক্যাল ইনস্টিটিউটে। গোরক্ষপুরেই প্রথম ব্যবসায় হাত দেন। কিন্তু চাইলেই তো আর হয়ে যায় না, ব্যবসায় মূলধন লাগে।
3/14
১৯৭৬ সালে ধুঁকতে থাকা সাহারা ফাইনান্স সংস্থায়  যোগ দেন সুব্রত। ওই সংস্থা চিটফান্ড চালাত। সেটির দায়িত্ব নিজের হাতে তুলে নেন। সংস্থার চিটফান্ড শাখাকে মাথা তুলে দাঁড় করাতে অভিনব পন্থা নেন সুব্রত।
১৯৭৬ সালে ধুঁকতে থাকা সাহারা ফাইনান্স সংস্থায় যোগ দেন সুব্রত। ওই সংস্থা চিটফান্ড চালাত। সেটির দায়িত্ব নিজের হাতে তুলে নেন। সংস্থার চিটফান্ড শাখাকে মাথা তুলে দাঁড় করাতে অভিনব পন্থা নেন সুব্রত।
4/14
কর্পোরেট অফিস, ব্যাঙ্ক, নেতা-মন্ত্রীদের দরজায় হত্যে দিয়ে পড়ে থাকার পরিবর্তে, মূলধন জোগাড়ে দরিদ্র-মধ্যবিত্তের দরজায় হাজির হন তিনি। দিন আনি দিন খাই পরিবার, ব্যাঙ্কে পাসবুক খুলে টাকা জমানোর সাধ্য নেই যাঁদের, তাঁদের দ্বারস্থ হন সুব্রত। ১০, ২০, ৫০, ১০০, যাঁর যেমন সামর্থ্য তেমন টাকা সংগ্রহ করেন সুব্রত। সেই টাকা দ্বিগুণ করে ফেরতও দেন। ফেল অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জনে সফল হন। কিন্তু শেষ পর্যন্ত মানুষের বিশ্বাস ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
কর্পোরেট অফিস, ব্যাঙ্ক, নেতা-মন্ত্রীদের দরজায় হত্যে দিয়ে পড়ে থাকার পরিবর্তে, মূলধন জোগাড়ে দরিদ্র-মধ্যবিত্তের দরজায় হাজির হন তিনি। দিন আনি দিন খাই পরিবার, ব্যাঙ্কে পাসবুক খুলে টাকা জমানোর সাধ্য নেই যাঁদের, তাঁদের দ্বারস্থ হন সুব্রত। ১০, ২০, ৫০, ১০০, যাঁর যেমন সামর্থ্য তেমন টাকা সংগ্রহ করেন সুব্রত। সেই টাকা দ্বিগুণ করে ফেরতও দেন। ফেল অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জনে সফল হন। কিন্তু শেষ পর্যন্ত মানুষের বিশ্বাস ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
5/14
ধীরে ধীরে চিটফান্ড থেকে হসপিট্যালিটি, সংবাদমাধ্যম, রিয়েল এস্টেটের দুনিয়াতেও পা রাখেন সুব্রত। ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ নামে নিজের আস্ত সাম্রাজ্য গড়ে তোলেন তিনি।  সুব্রতর নেতৃত্বে সাহারা ইন্ডিয়ার ব্যবসা ডানা মেলে। ১৯৯২ সালে হিন্দি ভাষায় ‘রাষ্ট্রীয় সাহারা’ নামের সংবাদপত্রের সূচনা হয়।
ধীরে ধীরে চিটফান্ড থেকে হসপিট্যালিটি, সংবাদমাধ্যম, রিয়েল এস্টেটের দুনিয়াতেও পা রাখেন সুব্রত। ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ নামে নিজের আস্ত সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। সুব্রতর নেতৃত্বে সাহারা ইন্ডিয়ার ব্যবসা ডানা মেলে। ১৯৯২ সালে হিন্দি ভাষায় ‘রাষ্ট্রীয় সাহারা’ নামের সংবাদপত্রের সূচনা হয়।
6/14
এর পর পুণের কাছে বহুচর্চিত ‘অ্যাম্বি ভ্যালি সিটি’ প্রকল্প। ‘সাহারা টিভি’র মাধ্যমে টেলিভিশন জগতেও প্রবেশ করেন সুব্রত, পরে নাম পাল্টে চ্যানেলটি ‘সাহার ওয়ান’ হয়। লন্ডনের গ্রসভেনর হাউজ হোটেল এবং নিউ ইয়র্কের প্লাজা হোটেলও অধিগ্রহণ করেন সুব্রত।
এর পর পুণের কাছে বহুচর্চিত ‘অ্যাম্বি ভ্যালি সিটি’ প্রকল্প। ‘সাহারা টিভি’র মাধ্যমে টেলিভিশন জগতেও প্রবেশ করেন সুব্রত, পরে নাম পাল্টে চ্যানেলটি ‘সাহার ওয়ান’ হয়। লন্ডনের গ্রসভেনর হাউজ হোটেল এবং নিউ ইয়র্কের প্লাজা হোটেলও অধিগ্রহণ করেন সুব্রত।
7/14
ভারতীয় রেলের পর সাহারা ইন্ডিয়াকে ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের মাধ্যম হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক ‘টাইম ম্যাগাজিন’। সেই সময় সাহারা ইন্ডিয়ার বেতনভোগী কর্মিসংখ্যা ছিল ১২ লক্ষ। ভারতীয় মধ্যবিত্ত পরিবারে ৯ কোটি মানুষ বিনিয়োগ করেছিলেন সুব্রতর সংস্থায়। কিন্তু এত সাফল্য পেয়েও, তা ধরে রাখতে পারেননি সুব্রত। চিটফান্ডের বিপুল টাকা তছরুপ থেকে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
ভারতীয় রেলের পর সাহারা ইন্ডিয়াকে ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের মাধ্যম হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক ‘টাইম ম্যাগাজিন’। সেই সময় সাহারা ইন্ডিয়ার বেতনভোগী কর্মিসংখ্যা ছিল ১২ লক্ষ। ভারতীয় মধ্যবিত্ত পরিবারে ৯ কোটি মানুষ বিনিয়োগ করেছিলেন সুব্রতর সংস্থায়। কিন্তু এত সাফল্য পেয়েও, তা ধরে রাখতে পারেননি সুব্রত। চিটফান্ডের বিপুল টাকা তছরুপ থেকে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
8/14
সেই মামলার তদন্ত চলাকালীন ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-কে ৫ কোটি নথি পাঠান সুব্রত। ১২৭টি ট্রাক ডেকে এনে সেই নথি পৌঁছে দেওয়া হয় SEBI-র দফতরে। কিন্তু সেই নথির সিংহভাগই ভুয়ো ছিলে বলে পরবর্তীতে উঠে আসে আদালতে।
সেই মামলার তদন্ত চলাকালীন ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-কে ৫ কোটি নথি পাঠান সুব্রত। ১২৭টি ট্রাক ডেকে এনে সেই নথি পৌঁছে দেওয়া হয় SEBI-র দফতরে। কিন্তু সেই নথির সিংহভাগই ভুয়ো ছিলে বলে পরবর্তীতে উঠে আসে আদালতে।
9/14
সাহারা দুর্নীতি মামলায় দরিদ্র-মধ্যবিত্তের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। SEBI-র সঙ্গে সাহারার জয়েন্ট রিফান্ট অ্যাকাউন্টও তৈরি করা হয় তার জন্য। সাহারাকে ৩৬০ কোটি টাকা ডলার জরিমানা করে সুপ্রিম কোর্ট, ভারতের ইতিহাসে এত টাকা জরিমানার নজির আর নেই। সুব্রতর মুখে কালিও ছিটনো হয়।
সাহারা দুর্নীতি মামলায় দরিদ্র-মধ্যবিত্তের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। SEBI-র সঙ্গে সাহারার জয়েন্ট রিফান্ট অ্যাকাউন্টও তৈরি করা হয় তার জন্য। সাহারাকে ৩৬০ কোটি টাকা ডলার জরিমানা করে সুপ্রিম কোর্ট, ভারতের ইতিহাসে এত টাকা জরিমানার নজির আর নেই। সুব্রতর মুখে কালিও ছিটনো হয়।
10/14
সাহারার দু’টি সংস্থায় বিনিয়োগ করা ৩ কোটি মানুষের টাকা ফিরিয়ে দিতে উদ্যোগী হয় SEBI. কিন্তু লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষ তার বাইরেও সাহারার বিভিন্ন খাতে বিনিয়োগ করেছিলেন। মরিয়া লড়াই চালিয়েও সেই টাকা আজও ফেরত পাননি তাঁরা।
সাহারার দু’টি সংস্থায় বিনিয়োগ করা ৩ কোটি মানুষের টাকা ফিরিয়ে দিতে উদ্যোগী হয় SEBI. কিন্তু লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষ তার বাইরেও সাহারার বিভিন্ন খাতে বিনিয়োগ করেছিলেন। মরিয়া লড়াই চালিয়েও সেই টাকা আজও ফেরত পাননি তাঁরা।
11/14
অথচ ২০০৪ সালে সুব্রত নিজের ছেলেদের বিয়েতে ৬ কোটি ডলার খরচ করেন। অতিথির সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউড তারকারা ছিলেন নিমন্ত্রিতের তালিকায়।
অথচ ২০০৪ সালে সুব্রত নিজের ছেলেদের বিয়েতে ৬ কোটি ডলার খরচ করেন। অতিথির সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউড তারকারা ছিলেন নিমন্ত্রিতের তালিকায়।
12/14
দরিদ্র পরিবারের ১০১ তরুণীর বিয়েও দেন সুব্রত, তাও আবার জাঁকজমক করে। আদ্যোপান্ত পারিবারিক ব্যক্তি হিসেবে নিজের ভআবমূর্তি গড়ে তোলেন। কিন্তু গোটাটাই পরিকল্পনা ছিল বলে পরে দাবি করেন তদন্তকারীরা।
দরিদ্র পরিবারের ১০১ তরুণীর বিয়েও দেন সুব্রত, তাও আবার জাঁকজমক করে। আদ্যোপান্ত পারিবারিক ব্যক্তি হিসেবে নিজের ভআবমূর্তি গড়ে তোলেন। কিন্তু গোটাটাই পরিকল্পনা ছিল বলে পরে দাবি করেন তদন্তকারীরা।
13/14
শোনা যায়, দরিদ্র মানুষের কাছে নিজেকে ঈশ্বরের প্রতিমূর্তি রূপে তুলে ধরতেন সুব্রত। মানুষ তাঁর পা ধরে কার্যত লুটোপুটি খেতেন। সকলে তাঁকে ‘রক্ষাকর্তা’ বলে সম্বোধন করতেন। কেউ কেউ আবার বলতেন ‘গুরু’, ‘গরিবের ভগবান’। সাহারার কর্মীরা সুব্রতকে ‘সাহারাশ্রী’ বলে সম্বোধন করতেন। তাঁকে হেঁটে যেতে দেখলে ‘সাহারা প্রণামও’ করতে হতো সকলকে।
শোনা যায়, দরিদ্র মানুষের কাছে নিজেকে ঈশ্বরের প্রতিমূর্তি রূপে তুলে ধরতেন সুব্রত। মানুষ তাঁর পা ধরে কার্যত লুটোপুটি খেতেন। সকলে তাঁকে ‘রক্ষাকর্তা’ বলে সম্বোধন করতেন। কেউ কেউ আবার বলতেন ‘গুরু’, ‘গরিবের ভগবান’। সাহারার কর্মীরা সুব্রতকে ‘সাহারাশ্রী’ বলে সম্বোধন করতেন। তাঁকে হেঁটে যেতে দেখলে ‘সাহারা প্রণামও’ করতে হতো সকলকে।
14/14
পাশাপাশি, সেলাম ঠুকে, বুকে হাত রেখে অভিবাদনও জানাতে হতো। এমনকি সাহারার ভাইস প্রেসিডেন্ট রাজীব বাজাজকে চুলের রং কালো করে ফেলতে হয়, যাতে সুব্রতর সঙ্গে মানানসই লাগে। দুর্নীতিগ্রস্তদের নিয়ে নেটফ্লিক্সের ‘ব্যাড বয় বিলিয়নেয়ার্স: ইন্ডিয়া’ তথ্যচিত্রে ঠাঁই হয়েছে সুব্রতরও।
পাশাপাশি, সেলাম ঠুকে, বুকে হাত রেখে অভিবাদনও জানাতে হতো। এমনকি সাহারার ভাইস প্রেসিডেন্ট রাজীব বাজাজকে চুলের রং কালো করে ফেলতে হয়, যাতে সুব্রতর সঙ্গে মানানসই লাগে। দুর্নীতিগ্রস্তদের নিয়ে নেটফ্লিক্সের ‘ব্যাড বয় বিলিয়নেয়ার্স: ইন্ডিয়া’ তথ্যচিত্রে ঠাঁই হয়েছে সুব্রতরও।

আরও জানুন খবর

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
Narendra Modi: ‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
Lung Cancer: ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
Anubrata Mandal:অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
Advertisement
ABP Premium

ভিডিও

South 24 Parganas: চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক তরুণীর |  ABP Ananda LiveArt Exibition: কলকাতার বুকে আয়োজিত হল বিশেষ চিত্র প্রদর্শনী | ABP Ananda LiveFire Incident: গভীর রাতের আগুনে আলিপুরদুয়ার শহরে ভস্মীভূত হয়েছে একটি বাড়িসহ ৭ টি দোকানKolkata News: খাস কলকাতায় আদালত চত্বর থেকে উদ্ধার হল বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Live Blog: হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
Narendra Modi: ‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
Lung Cancer: ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
Anubrata Mandal:অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
Raj Chakraborty: সব সিরিয়ালের শ্যুটিং বন্ধের আশঙ্কা ! রাজ চক্রবর্তী বললেন, 'ছোট ছোট বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল..'
সব সিরিয়ালের শ্যুটিং বন্ধের আশঙ্কা ! রাজ চক্রবর্তী বললেন, 'ছোট ছোট বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল..'
Madhyamik Exam 2025: মাধ্যমিকে অঙ্ক নিয়ে চাপা টেনশন ? এই পদ্ধতিতে পুরো নাম্বার, কী কী নজরে রাখবেন ? রইল লাস্ট মিনিট সাজেশন
মাধ্যমিকে অঙ্ক নিয়ে চাপা টেনশন ? এই পদ্ধতিতে পুরো নাম্বার, কী কী নজরে রাখবেন ? রইল লাস্ট মিনিট সাজেশন
Saraswati Pujo 2025: সরস্বতী পুজোর আগেই 'ভাঙা হল প্রতিমা' নদিয়ার চাপড়ায় !
সরস্বতী পুজোর আগেই 'ভাঙা হল প্রতিমা' নদিয়ার চাপড়ায় !
Bangladesh Crisis: এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ
এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ
Embed widget