এক্সপ্লোর
Subrata Roy Demise: ১০ টাকা নিয়ে ২০ টাকা ফেরত, গরিবের আস্থা অর্জন করেই সাফল্য, সুব্রত ‘ব্যাড বয়’ হলেন যেভাবে...
Sahara India: সাধারণ পরিবারের ছেলে। সেখান থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন। তার পরও মাটিতে মুখ থুবড়ে পড়তে হয়েছিল সুব্রত রায়কে।
—ফাইল চিত্র।
1/14

দেশভাগের ক্ষত নিয়ে পূর্ববঙ্গ থেকে চলে আসতে হয়েছিল পরিবারকে। প্রবাসী বাঙালি পরিবারের ছেলে, দুপুরের ভাতঘুম ধাতে সইত না। বরং যা কিছু হারিয়েছেন, সব ফেরত আনা, আকাশছোঁয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন ডানা মেলেনি শুধু, গোটা আকাশ প্রায় দখল করেছিলেন সাহারাকর্তা সুব্রত রায়। ৭৫ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। সাফল্যের পাশাপাশি রেখে গেলেন বিতর্কের দীর্ঘ ইতিহাসও।
2/14

বিহারের আরারিয়ায় জন্ম সুব্রতর। কলকাতার হোলি চাইল্ড স্কুলে পড়াশোনা করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন গোরক্ষপুরের গভর্নমেন্ট টেকনিক্যাল ইনস্টিটিউটে। গোরক্ষপুরেই প্রথম ব্যবসায় হাত দেন। কিন্তু চাইলেই তো আর হয়ে যায় না, ব্যবসায় মূলধন লাগে।
Published at : 15 Nov 2023 12:56 AM (IST)
আরও দেখুন






















