এক্সপ্লোর
KMC Election Result 2021: কলকাতার পুরভোটে সবুজ ঝড়, জয়ের পরই অসমের কামাখ্যা মন্দিরে মমতা

'সিপিএম নোপাত্তা, বিজেপি ভোকাট্টা'
1/10

পুরভোটে বিপুল অঙ্কে জয় পেতেই কামাখ্যা মন্দিরে পুজো দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/10

মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল বেরিয়েছে। তাতে ১৩৪টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।
3/10

এদিন গুয়াহাটি পৌঁছেই শক্তিপীঠে পুজো নিবেদন করেন মমতা।
4/10

আগামী দিনে মানুষের জন্য আরও বেশি করে কাজ করবেন বলে জানান তিনি।
5/10

একই সঙ্গে জানিয়ে দেন, বাংলা এবং কলকাতাই আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে।
6/10

ত্রিপুরা, মেঘালয় এবং গোয়ার পর অসমেও শিকড় বিস্তারে উদ্যোগী হয়েছে তৃণমূল। তার নীল নকশা প্রস্তুতেই মঙ্গলবার গুয়াহাটিকে পা রাখেন।
7/10

এদিন কলকাতার ফলাফল নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, 'গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনে মানুষের জন্য আরও বেশি কাজ করব আমরা।'
8/10

মমতা জানিয়েছিলেন, গণতন্ত্রের উৎসবে সানন্দে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ।
9/10

মমতা এদিন আরও বলেন, 'জিততে পারবে না জেনে হিংসার অভিযোগ এনে নাটক করছে বিরোধীরা'।
10/10

এ দিন জয়ের পরও বিরোধীদের কটাক্ষ করতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, 'সিপিএম নোপাত্তা, বিজেপি ভোকাট্টা।'
Published at : 21 Dec 2021 10:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
