এক্সপ্লোর
Science News: পূর্ব ঘোষণা ছাড়াই রকেট উৎক্ষেপণ, বায়ুমণ্ডলে তৈরি হল ছিদ্র!
Space Force: বায়ুমণ্ডলে হঠাৎই তৈরি হল ছিদ্র। দায়ী আমেরিকার রকেট! শোরগোল সর্বত্র।
প্রতীকী চিত্র। ছবি: পিক্সাবে।
1/12

পৃথিবীর বায়ুমণ্ডলে ছিদ্র তৈরি হয়েছে বলে এবার আশঙ্কা মাথাচাড়া দিল। প্রাকৃতিক ভাবে নয়, বরং মনুষ্যঘটিত কারণে এই ছিদ্র তৈরি হয়েছে বলে অভিযোগ।
2/12

আমেরিকার নিরাপত্তাবাহিনীর ‘স্পেস ফোর্স’ গত ১৪ সেপ্টেম্বর ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে আলফা রকেটসমূহ উৎক্ষেপণ করে। মোটামুটি গোপনই রাখা হয়েছিল বিষয়টি।
Published at : 23 Sep 2023 02:58 PM (IST)
আরও দেখুন






















