এক্সপ্লোর
ইডেনে সৌরভের দাদাগিরি, প্রিয় ২২ গজে ব্যর্থ আজহার

ইডেনে সৌরভের ব্য়াটে ঝলকানি
1/9

বোর্ডের এজিএমের আগে ইডেনের ২২ গজে সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট একাদশ বনাম বোর্ড সচিব একাদশ
2/9

চেনা মেজাজে ফের ইডেনে দেখা গেল মহারাজকে। যেন একদিনের জন্য ফিরে গেলেন নিজের পুরনো দিনে।
3/9

ব্যাট হাতেও নামলেন ২২ গজে। ক্রিজে নেমেই দর্শনীয় সব শট খেললেন।
4/9

সৌরভ মাঠে নামতেই ড্রেসিংরুমের তরফেও হাততালি দেওয়া হল। এই মুহূর্তে বোর্ডের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
5/9

বোর্ড সচিব একাদশের হয়ে ব্যাট হাতে নামলেন জয় শাহ। তিনি এই মুহূর্তে বিসিসিআই সচিব
6/9

প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে নেমেই মহারাজের স্টেপ আউট। মারেন তিনটি ওভার বাউন্ডারি।
7/9

২২ গজে হাতও ঘোরালেন জয় শাহ। ইডেনে সৌরভ-জয় শাহ জুটি এদিন ছিলেন মধ্যমণি।
8/9

অপরাজিত থাকেন ৩৫ রানে। বোলিং করতেও দেখা গেল তাঁকে। যদিও, মাত্র ১ রানে হেরে যায় তাঁর দল।
9/9

সৌরভের সঙ্গে খেললেন মহম্মদ আজহারউদ্দিনও। যদিও তিনি এদিন রান পাননি।
Published at : 03 Dec 2021 10:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
