এক্সপ্লোর
Shah Rukh Khan Cheers CSK: ধোনিদের ডেরায় আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুখে সিএসকে-র স্লোগান, মন জিতে নিলেন শাহরুখ
IPL 2024: কেকেআর ম্যাচ জিততেই মাঠে নেমে পড়েন কিংগ খান। মাঠ প্রদক্ষিণ করেন। সেই সময়ই এমন এক কাজ করেন শাহরুখ, যা কেউ প্রত্যাশাও করেননি। ফাইনাল ম্যাচ ছিল চিপকে। যে মাঠ চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ।

চিপক প্রদক্ষিণ করেন শাহরুখ। - পিটিআই
1/10

রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের জন্য এটা তৃতীয় আইপিএল ট্রফি।
2/10

আমদাবাদে আইপিএল কোয়ালিফায়ার ওয়ান দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। ডিহাইড্রেশনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
3/10

চেন্নাইয়ে আইপিএল ফাইনালে শাহরুখ থাকতে পারবেন কি না, তা নিয়েও ছিল সংশয়।
4/10

তবে সব জল্পনা, সংশয় দূর করে রবিবার ফাইনাল দেখতে হাজির হয়ে গিয়েছিলেন শাহরুখ। সঙ্গে স্ত্রী গৌরী, দুই পুত্র আরিয়ান ও আব্রাম এবং মেয়ে সুহানা।
5/10

কেকেআরের হয়ে গলা ফাটান শাহরুখ। ম্যাচের শুরুর দিকে তাঁকে দেখা যায় মাস্কে মুখ ঢেকে বসে। পরে অবশ্য মাস্ক খুলে ফেলেন বাজিগর।
6/10

কেকেআর ম্যাচ জিততেই মাঠে নেমে পড়েন কিংগ খান। মাঠ প্রদক্ষিণ করেন।
7/10

সেই সময়ই এমন এক কাজ করেন শাহরুখ, যা কেউ প্রত্যাশাও করেননি। ফাইনাল ম্যাচ ছিল চিপকে। যে মাঠ চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ।
8/10

ফাইনালে অবশ্য ধোনিরা খেলেননি। তবু সিএসকে সমর্থকদের দেখেই শাহরুখ বুক ঠুকে স্লোগান তোলেন, 'সিএসকে, সিএসকে।' সঙ্গে সঙ্গে গ্যালারিতে জয়ধ্বনি ওঠে।
9/10

শাহরুখের এই কাজ সকলের মন জিতে নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে চেন্নাইয়ের প্রতি ভালবাসা প্রকাশ করে যেন শাহরুখ উদাহরণ তৈরি করলেন।
10/10

চ্যাম্পিয়ন হওয়ার পর রাতভর পার্টি করেন শাহরুখ। সকাল পর্যন্ত চলে তৃতীয় আইপিএল ট্রফির সেলিব্রেশন। - পিটিআই
Published at : 27 May 2024 11:36 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
