এক্সপ্লোর
Mayanti Langer: পেশায় ক্রিকেট উপস্থাপিকা, রূপের ছটায় হার মানাবেন বলি নায়িকাদেরও, কে এই মায়ান্তি ল্যাঙ্গার?
Mayanti Langer Update: ১৯৮৫ সালের ৮ ফেব্রুয়ারি একটি আর্মি পরিবারে জন্ম হয় মায়ান্তির। দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি। চলতি বছরের ওয়ান ডে বিশ্বকাপেও দেখা যাচ্ছে তাঁকে।

মায়ান্তি ল্য়াঙ্গার
1/10

মায়ান্তি ল্যাঙ্গার। পেশায় ক্রিকেট উপস্থাপিকা। ভারতের মহিলা ক্রিকেট উপস্থাপিকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ। এবারের ওয়ান ডে বিশ্বকাপেও মাঠে দেখা যাচ্ছে তাঁকে।
2/10

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গার। স্টুয়ার্ট বিনি আবার তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অলরাউন্ডার রজার বিনির ছেলে।
3/10

১৯৮৫ সালের ৮ ফেব্রুয়ারি একটি আর্মি পরিবারে জন্ম হয় মায়ান্তির। দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি।
4/10

মায়ান্তি নিজের ক্রীড়া উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেছিলেন ইএসপিএনের হয়ে প্রথম। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কাজ করেছেন তিনি।
5/10

নিজের শ্বশুর রজার বিনির সঙ্গে নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন মায়ান্তি কিছুদিন আগে।
6/10

২০১০ সালে কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল মায়ান্তিকে উপস্থাপিকা হিসেবে। সেটি ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ইভেন্ট শুরুর দিকে।
7/10

বিভিন্ন চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করা ছাড়াও বিশ্বকাপের মঞ্চে ২০১১, ২০১৫ সালে দায়িত্ব সামলেছেন তিনি। এবারের বিশ্বকাপেও রয়েছেন ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে।
8/10

ভারতের একমাত্র মহিলা ক্রীড়া উপস্থাপিকা যিনি ২০১০ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলেও দায়িত্ব সামলেছেন।
9/10

ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএলের একটি আসলে স্টুয়ার্ট বিনির সঙ্গে পরিচয় হয় ল্যাঙ্গারের। সেখান থেকেই ঘনিষ্ঠতা শুরু হয়।
10/10

২০১২ সালে স্টুয়ার্ট বিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
Published at : 27 Oct 2023 12:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
