এক্সপ্লোর
Virat Kohli 100th Test: শততম টেস্টের আগে সম্বর্ধনা, তরুণ ক্রিকেটারদের বার্তা দিলেন আবেগাপ্লুত কোহলি

Virat Kohli 100th Test
1/10

কেরিয়ারে অনন্য কৃতিত্বের অর্জন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন তিনি। টেস্ট খেলতে নামার আগে কোহলিকে দেওয়া হল সম্বর্ধনা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইয়ের পক্ষ থেকে শততম টেস্টের প্রাক্কালে এই তারকা ব্যাটসম্যানকে সম্মান জানানো হল।
2/10

কোহলির হাতে শততম টেস্ট ক্যাপ তুলে দিলেন ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। ওই সময় কোহলির সঙ্গে ছিলেন দলের সমস্ত সদস্যরাই। তাঁর পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।
3/10

কেরিয়ারের শততম টেস্ট। এমন একটা মাহেন্দ্রক্ষণে ছোটবেলার নায়কের হাত থেকে টেস্ট ক্যাপ পেয়ে উচ্ছ্বাস গোপন করেননি কোহলি। তিনি বলেছেন, যাঁদের দেখে বড় হয়েছি, বাড়িতে ছবি রেখেছি, তাঁদের একজনের হাত থেকে টেস্ট ক্যাপ পেলাম। এটা দুর্দান্ত একটা অনুভূতি।
4/10

টি ২০ ও একদিনের ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলছেন কোহলি। এরইমধ্যে শততম টেস্টের মাইলস্টোনে পৌঁছলেন তিনি। দ্রাবিড়ের হাত থেকে টেস্ট ক্যাপ নেওয়ার পর কোহলি বলেছেন, তিনটি ফরম্যাট ও আইপিএলে খেলার ব্যস্ততার মধ্যেই এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন। তিনি চান এই ঘটনা যেন অনুপ্রেরণা যোগায় তরুণ প্রজন্মকে।
5/10

কোহলি বলেছেন, এখন আমরা তিনটি ফরম্যাট এবং আইপিএলে যত বেশি ক্রিকেট খেলি, তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারে যে, আমি ক্রিকেটের প্রধান ফরম্যাটে ১০০ ম্যাচ খেলেছি।
6/10

দ্রাবিড় যখন কোহলির হাতে ক্যাপ তুলে দিচ্ছিলেন তখন তাঁর পাশে ছিলেন অনুষ্কা। এছাড়াও স্ট্যান্ডে ছিলেন তাঁর ভাই বিকাশ কোহলি। .বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধূমল, সহ সভাপতি রাজীব শুক্লরাও স্ট্যান্ডে ছিলেন।
7/10

কোহলির হাতে শততম টেস্ট ক্যাপের পাশাপাশি একটি রৌপ্য ফলকও তুলে দেন দ্রাবিড়। দীর্ঘ দিন ধরে ক্রিকেট খেলতে পারার জন্য দ্রাবিড় কোহলির প্রশংসা করেন। আগামী দিনে সেই ক্ষমতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন কোচ।
8/10

কোহলি বলেছেন, এটি আমার কাছে একটি বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী ও ভাই এখানে রয়েছে। ওরা সবাই খুবই গর্বিত। এটা টিম গেম। দলের বাকি সদস্যদের ছাড়া এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হত না। বিসিসিআইকে ধন্যবাদ।
9/10

দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি। তাঁর আগে সুনীল গাওস্কর,দিলীপ ভেঙ্গসরকার, কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহ ও ইশান্ত শর্মা এই কৃতিত্ব অর্জন করেছেন।
10/10

এর আগেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন কোহলিকে বিশেষ সম্মান জানানোর কথা জানিয়েছিল। কোহলিকে সারা মোহালি ও স্টেডিয়াম জুড়ে বিলবোর্ড দেওয়া হয়েছিল। সেইসঙ্গে রুপোর ফলক দেওয়ার কথাও পিসিএ জানিয়েছিল।
Published at : 04 Mar 2022 02:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
