এক্সপ্লোর
মেয়ে ভামিকার সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন বিরুষ্কা?

বিরাট কোহলি ও তাঁর মেয়ে ভামিকা
1/12

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার একমাত্র কন্যা ভামিকা। বাবা, মায়ের মতো একরত্তি মেয়েও এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।
2/12

বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানারকমের ছবি পোস্ট করেন বিরাট। মেয়ের সঙ্গে খুনসুটির ছবিও পোস্ট করেন।
3/12

চলতি বছরের ১১ জানুয়ারি অনুষ্কার কোল আলো করে জন্ম হয় বিরাট ও অনুষ্কার কন্য়া ভামিকার।
4/12

অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে অনেক ছবি পোস্ট করেছেন মেয়ের সঙ্গে। কিন্তু মেয়ের মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না সেই ছবিতে।
5/12

ভামিকার এই মুহূর্তে বয়স ১১ মাস। কিন্তু এতদিনেও একরত্তি মেয়ের মুখের ছবি কোথাও প্রকাশ্যে আসেনি।ডিমা
6/12

লাঞ্চ হোক বা ডিনার। বাবা, মায়ের সঙ্গে টেবিলে বসে খাচ্ছে ছোট্ট ভামিকা। এমন ছবিও দেখা গিয়েছে।
7/12

এই ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বিরাট কোহলির এই সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই সেলফি দেখে ভক্তরা অনুমান করছেন বিরাট কোহলির কোলে তার মেয়ে ভামিকা রয়েছে। কিন্তু এই মেয়ে আসলে হরভজন সিংহের মেয়ে। ৬
8/12

৬ মাস বয়স যখন ভামিকার, সেদিন অনুষ্কা তার মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন।
9/12

সেই ছবিতে দেখা গিয়েছিল যে বিরাট ভামিকার দিকে তাকিয়ে রয়েছেন। ভামিক তার যাবতীয় খেলার সরঞ্জামের সঙ্গে ব্যস্ত।
10/12

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে ২০১৭ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট, অনুষ্কা।
11/12

বিরাট তাঁর খেলার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে যখনই যান, তখনই তাঁর সঙ্গে সেখানে দেখা যায় তাঁর স্ত্রী অনুষ্কাকে।
12/12

অনুষ্কা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তবে এই কাজের থেকে বিরতি নিয়েছেন এই মুহূর্তে তিনি।
Published at : 06 Dec 2021 05:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
