এক্সপ্লোর
Tech Hacks: সঠিক সময়ে, সঠিক জায়গায় পৌঁছে দিন বার্তা, আইফোনেও রয়েছে মেসেজ স্কেডিউল করার উপায়
Scheduled Message: বিশেষ দিনক্ষণ মাথা থেকে বেরিয়ে যায় প্রায়শই। বার্তা পাঠাতে ভুলে যাই ঠিক সময়ে। আইফোন থাকলেও সম্ভব স্কেডিউল্ড মেসেজ পাঠানো।
ছবি: পিক্সাবে।
1/10

কাঁটায় কাঁটায় রাত ১২টায় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হোক বা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তিকে কিছু স্মরণ করিয়ে দেওয়া, আমাদের রোজনামচার মধ্যেই পড়ে। তার জন্য ফোনে রিমাইন্ডার সেট করি আমরা।
2/10

হাতের মোবাইল ফোন স্মার্ট হওয়ার আগে যদি, বোতাম বসানো ফোনে স্কেডিউল্ড মেসেজ পাঠানোর উপায় থাকত। মনে পড়া মাত্রা সেট স্কেডিউল্ড করে রাখলেই চলত, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে যেত বার্তা।
Published at : 22 Aug 2023 10:57 AM (IST)
আরও দেখুন






















