এক্সপ্লোর
Tech Hacks: সঠিক সময়ে, সঠিক জায়গায় পৌঁছে দিন বার্তা, আইফোনেও রয়েছে মেসেজ স্কেডিউল করার উপায়
Scheduled Message: বিশেষ দিনক্ষণ মাথা থেকে বেরিয়ে যায় প্রায়শই। বার্তা পাঠাতে ভুলে যাই ঠিক সময়ে। আইফোন থাকলেও সম্ভব স্কেডিউল্ড মেসেজ পাঠানো।

ছবি: পিক্সাবে।
1/10

কাঁটায় কাঁটায় রাত ১২টায় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হোক বা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তিকে কিছু স্মরণ করিয়ে দেওয়া, আমাদের রোজনামচার মধ্যেই পড়ে। তার জন্য ফোনে রিমাইন্ডার সেট করি আমরা।
2/10

হাতের মোবাইল ফোন স্মার্ট হওয়ার আগে যদি, বোতাম বসানো ফোনে স্কেডিউল্ড মেসেজ পাঠানোর উপায় থাকত। মনে পড়া মাত্রা সেট স্কেডিউল্ড করে রাখলেই চলত, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে যেত বার্তা।
3/10

এখনও যে সেই উপায় নেই তা, নয়। বিশেষ করে আইফোন ব্যবহারকারীরা এই উপায়ে আগেভাগে মেসেজ স্কেডিউল্ড করে রাখতে পারেন।
4/10

আইফোনে iMessage ব্যবহার করলে, এই সুবিধা পাবেন না। কারণ ওই অ্যাপে আগেভাগে মেসেজ স্কেডিউল্ড করে রাখার ফিচার নেই। তবে টেক্সট মেসেজের ক্ষেত্রে এই সুবিধা রয়েছে। তবে অ্যান্ড্রয়েড ফোনের মতো সহজ নয়, বিষয়টি একটি জটিল।
5/10

আইফোন থেকে স্কেডিউল্ড মেসেজ পাঠানোর ক্ষেত্রে Shortcuts অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। আলাদা করে ইনস্টল করতে হবে না। iOS 13 অথবা যে কোনও আপডেটেড ভার্সনের ক্ষেত্রে আগে থেকেই ইনস্টল করা থাকে।
6/10

আইফোনের Shortcuts অ্যাপটি খুলুন প্রথমে। এর পর স্ক্রিনের নীচে ফুটে ওঠা Automation অপশনটিতে আঙুল ঠেকান। ওই অ্যাপে গিয়ে প্রথমে Create Personal Automations অপশনটি বেছে নিন। আগে থেকে সেটি সক্রিয় থাকলে ঝামেলাই নেই।
7/10

এর পর স্ক্রিনের উপরে, একেবারে ডান দিকে + চিহ্নটির উপর ক্লিক করুন, তার পর Create Personal Automation অপশনটিতে যান।
8/10

এর পর Personal Automation শীর্ষক একটি পাতা খুলে যাবে। তার নীচে Time of Day লেখাটি স্পর্শ করুন। কখন মেসেজটি পাঠাতে চান, সেই সময়টি সেট করুন। প্রতিদিন, নাকি সপ্তাহে একবার, নাকি মাসে একবার, বেছে নিন সেই অপশনও। নির্দিষ্ট দিনের অপশনও রয়েছে।
9/10

সব সেট হয়ে গেলে Next লেখার উপর আঙুল ছোঁয়ান। তাতে নতুন পাতা খুলবে। সেখানে Add Action অপশনটি বেছে নিন। Send Message অপশনে গিয়ে কাকে মেসেজ পাঠাতে চান, কনট্যাক্ট লিস্ট থেকে বেছে নিন।
10/10

এর পর আবার Next লেখাটির উপর আঙুল ছোঁয়ান। এবার Message লেখা জায়গায় নিজের বার্তা লিখুন। আবার Next লেখায় হাত ছোঁয়ান। চাইলে Ask Before Running-এ গিয়ে একবার সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিতে পারেন। অপশনটি বন্ধও রাখতে পারেন। সব শেষে Done-এ ক্লিক করুন। নির্ধারিত সময়ে মেসেজ পৌঁছে যাবে গন্তব্যে।
Published at : 22 Aug 2023 10:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
