Surya Shashti Vrat: কেন সূর্য ষষ্ঠী উপবাস পালন করা হয়? কী কী নিয়ম পালনে অর্থভাগ্য উজ্জ্বল?
Chhath Puja: এই উপবাস নিয়মানুযায়ী এবং ভক্তি সহকারে পালন করা হয়। এই তিনদিন কঠোরভাবে উপোস করার বিধান রয়েছে
নয়া দিল্লি: কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে করা সূর্য পুজোর এই উৎসবকে সূর্য ষষ্ঠী বা দল ছটও বলা হয়। পুত্র লাভের কামনায় এই উপবাস পালন করলে স্বামী-সন্তান দীর্ঘায়ু ও স্বাস্থ্য লাভের পাশাপাশি পরিবারে ধন-সম্পদে সুখ-সমৃদ্ধি লাভ করে। জগতের সকল আনন্দ ভোগ করার পর মানুষ মৃত্যুর পর পরম সত্যকে লাভ করে। এবার ডালা ছট হবে ১৮ নভেম্বর, শনিবার।
এই উপবাস নিয়মানুযায়ী এবং ভক্তি সহকারে পালন করা হয়। এই তিনদিন কঠোরভাবে উপোস করার বিধান রয়েছে। উপোসী মহিলা পঞ্চমীর দিনে মাত্র একবার নুন ছাড়া খাবার খান এবং ষষ্ঠীর দিন নির্জলা অর্থাৎ জল ছাড়াই থাকেন। ষষ্ঠীর দিন অস্তগামী সূর্যকে পূজা করা হয় এবং অর্ঘ্য দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে প্রস্তুত খাবার, ফল, মিষ্টি ইত্যাদি দেওয়া হয়। সারা রাত জেগে রেখে ভজন ও কীর্তন পরিবেশন করা হয় এবং পরের দিন অর্থাৎ সপ্তমীর দিন সকালে ভক্তরা নদী বা পুকুরে গিয়ে স্নান করে এবং আবার সূর্য উঠলে জল নিবেদন করে উপবাস সম্পন্ন করে।
চারদিনের এই ব্রতের প্রথম দিনে যিনি ব্রত পালন করবেন, তাঁকে বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করতে হয়। পরদিন থেকে উপবাস শুরু। দিনভর নির্জলা থেকে উপবাস পালনের পর সন্ধ্যায় পুজোর শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করতে হয়। এই জন্য এই রীতির নাম খরনা। তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতীদের সঙ্গে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ অর্পণ করতে হবে। ব্রতের শেষ দিনে গঙ্গা ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্যপ্রদানের পর উপবাসভঙ্গ করে মিষ্টান্ন, ক্ষীর, ঠেকুয়া, নাড়ু এবং আখ, কলা, মিষ্টি লেবু প্রভৃতি ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় ও পরিচিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়।
ছট বা ছঠ, ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুণ একে ছট বলা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই চার দিনের ব্রত শুরু হয় কার্তিক শুক্লা চতুর্থী থেকে আর চলে সপ্তমী অবধি। এই পুজোর সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী। বিক্রম সংবৎ-এর কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে।
আরও পড়ুন, কেন ছট পুজোয় সূর্য দেবকে অর্ঘ্য দেওয়া হয়? কী এর গুরুত্ব?
চলতি বছর ছটপুজো পালিত হবে ১৮ নভেম্বর, শনিবার। সকাল ৯ টা ১৮ মিনিট থেকে। পরের দিন ১৯ নভেম্বর সকাল ৭ টা ২৩ মিনিটে ষষ্ঠী তিথিতে, তার সম্পন্ন হবে উদয়া তিথিতে, তিথি অনুযায়ী ১৯ নভেম্বর ছটপূজা পালিত হবে। ১৭ নভেম্বর ছট পুজোর প্রথম দিন এদিন স্নান খাওয়া সংক্রান্ত এক বিশেষ রীতি রয়েছে। ১৭ নভেম্বর সূর্যোদয় হবে ছটা ৪৫ মিনিট থেকে সূর্যাস্ত হবে ৫ টা ২৭ মিনিট পর্যন্ত চলবে এই উৎসব। ছটপুজোর দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চম তিথিতে পালন করা হয় খরনা, ১৮ নভেম্বর ভোর ৬ টা ৪৬ মিনিটে সূর্যাস্তই হবে এবং সন্ধ্যা হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে।