Science News: সৌরঝড়ের আঘাতে ফাটল বৃহস্পতিতে, বিপদের খাঁড়া অন্য গ্রহের উপরও!
Space Science News: University of Reading-এর গবেষকরা এই তথ্য হাতে পেয়েছেন।

নয়াদিল্লি: আকারে,আয়তনে ধারেকাছে নেই সৌরজগতের অন্য কোনও গ্রহ। সূর্যও তাকে বাগে আনতে হিমশিম খায় বলেই এতদিন মনে করা হতো। কিন্তু সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে নিয়ে নয়া তথ্য হাতে পেলেন বিজ্ঞানীরা। জানা গেল, সূর্যের প্রচণ্ড তেজ সহ্য করতে না পেরে ফাটল ধরে বৃহস্পতির বুকে। খুব বেশিদিন আগে নয়, ২০১৭ সালেই এই ঘটনা ঘটে বলে জানা গেল। (Science News)
University of Reading-এর গবেষকরা এই তথ্য হাতে পেয়েছেন। তাঁরা জানিয়েছেন, ২০১৭ সালে প্রচণ্ড শক্তিশালী সৌরঝড় আছড়ে পড়ে বৃহস্পতির উপর। এর ফলে বৃহস্পতির চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্কোচন ঘটে এবং নাটকীয় ভাবে গ্রহের অর্ধেক অংশ জুড়ে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। বৃহস্পতির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা ৫০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এমনিতে বৃহস্পতির বায়ুমণ্ডলের তাপমাত্রা ৩৫০ ডিগ্রির কাছাকাছি। সৌরঝড়ের প্রকোপে সেই তাপমাত্রা আরও বেড়ে যায়। (Space Science News)
গত ৩ এপ্রিল Geophysical Research Letters জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, Keck টেলিস্কোপের পাশাপাশি, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Juno মহাকাশযান এবং সোলার উইন্ড মডেলিং থেকে প্রাপ্ত তথ্য নিয়ে গবেষণা করেই বৃহস্পতির উপর সৌরঝড়ের প্রভাব অনুধাবন করা গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতির চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্কোচন ঘটলে, দুই মেরুর তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। এর ফলে বায়ুমণ্ডলের উপরিভাগের প্রসারণ ঘটে এবং ফাটল বরাবর চুঁইয়ে বেরিয়ে আসে উষ্ণ বাতাস। বিষুবরেখা অভিমুখে উষ্ণ গ্যাস ছড়িয়ে পড়ে।
চৌম্বকীয় ক্ষেত্রই গ্রহকে সৌরঝড় থেকে রক্ষা করে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রও সৌরঝড় থেকে সকলকে রক্ষা করে। কিন্তু বৃহস্পতির মতো বড় গ্রহের উপর সৌরঝড়ের প্রভাব তেমন নেই বলেই এতদিন মত ছিল বিজ্ঞানীদের। কিন্তু ২০১৭ সালে সৌরঝড়ের প্রভাবে যেখানে বৃহস্পতির চৌম্বকীয় ক্ষেত্র সঙ্কুচিত হয়, বৃহস্পতির বায়ুমণ্ডলে ফাটল ধরে উষ্ণ গ্যাসের নির্গমন ঘটে, তাতে প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা।
গবেষণায় বলা হয়েছে, মাসে দুই থেকে তিন বার করে বৃহস্পতির উপর সৌরঝড় আছড়ে পড়ে। সৌরঝড়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে বৃহস্পতি কী প্রতিক্রিয়া জানায়, এতদিন তা জানা ছিল না। এবার রহস্যের উদঘাটন হল। বিজ্ঞানীদের মতে, সৌরঝড় যদি বৃহস্পতির মতো গ্রহের বায়ুমণ্ডলে ফাটল ধরাতে পারে, সেক্ষেত্রে সৌরজগতের কোনও গ্রহই বিপদের বাইরে নয়। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রই সকলকে সৌরঝড় থেকে রক্ষা করে আসছে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্থান পরিবর্তন হলেও বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
