KL Rahul: রাহুলের ফের চোট! এশিয়া কাপের দলে রাখলেও পাওয়া যাবে না শুরুর দিকে
Asia Cup 2023: কে এল রাহুলকে (KL Rahul) এশিয়া কাপের ১৭ সদস্যের ভারতীয় দলে রাখা হল। তবে সঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হল যে, রাহুল এখনও ফিট নন।
নয়াদিল্লি: তাঁর চোট সেরেছে কি না, এশিয়া কাপের (Asia Cup) দলে তাঁকে রাখা হবে কি না, তা জানতে আগ্রহী ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
সেই কে এল রাহুলকে (KL Rahul) এশিয়া কাপের ১৭ সদস্যের ভারতীয় দলে রাখা হল। তবে সঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হল যে, রাহুল এখনও ফিট নন। তবে তাঁর পুরনো চোট সেরে গিয়েছে। সমস্যা দেখা দিয়েছে নতুন করে।
সোমবার রাজধানীতে এশিয়া কাপের জন্য দল নির্বাচন ছিল। নির্বাচনী বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর। সেখানে আগরকর বলেন, 'রাহুলকে নিয়ে বোর্ড মেডিক্যাল রিপোর্ট দেবে। ওর পুরনো চোট সেরে গিয়েছে। এটা অন্য একটা সমস্যা। বোর্ড থেকে মেডিক্যাল বুলেটিন দেবে। তবে গুরুতর কিছু না। দ্রুত ফিরবে ও।' আগরকর যোগ করেছেন, 'রাহুলকে হয়তো এশিয়া কাপের শুরুর দিকে ২-৩টি ম্যাচে পাওয়া যাবে না। সেই কারণে স্ট্যান্ড বাই হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।'
তবে শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। আগরকর বলেছেন, 'শ্রেয়স তিনটি ম্যাচ খেলে ফেলেছে এনসিএ-তে। ও সম্পূর্ণ ফিট। বুমরা ও প্রসিদ্ধ দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে।'
দলে সবচেয়ে বড় চমক, সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে। যাঁর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল। এবং সুযোগ পেয়েই নজর কেড়েছিলেন। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, 'এশিয়া কাপে ১৭ জন ক্রিকেটার নেওয়ার সুবিধা ছিল। বিশ্বকাপে তা থাকবে না। তিলক বাঁহাতি। খুব প্রতিশ্রুতিমান। এশিয়া কাপে ওকে দেখে নেওয়া হবে। কোচ ও অধিনায়ক যাতে দেখে নিতে পারে, তার জন্যই ওকে দলে রাখা।'
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।
স্ট্যান্ড বাই: সঞ্জু স্যামসন।
আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী স্নেহাশিস, অভিমান ঝেড়ে ফেলে সিএবি-র জীবনকৃতি সম্মান নিচ্ছেন রাজু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial