IND vs AUS Test: গোলাপি বলের মহারণ এই পিচেই, অ্য়াডিলেডের ২২ গজে বিরাট-রোহিতের রেকর্ড কেমন?
India vs Australia 2nd Test: রোহিত শর্মা ও বিরাট কোহলি এই মাঠেই আগামী ৬ ডিসেম্বর থেকে নামবেন। অভিজ্ঞ ২ তারকা গোলাপি বলের টেস্টে কেমন পারফর্ম করেন, তা সবাই দেখার জন্য মুখিয়ে আছেন।
অ্য়াডিলেড: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) গোলাপি বলের টেস্টের মহারণ শুরু হতে চলেছে আগামী ৬ ডিসেম্বর থেকে। অ্য়াডিলেড ওভালে ম্য়াচ। এই অ্যাডিলেড নামটা শুনলেই আলাদা করে একটা আতঙ্ক কাজ করে ভারতীয়দের মধ্যে। ২০২০-২১ মরশুমে ভারত যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন এই মাঠেই গোলাপি বলের টেস্টে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। যেই ম্যাচে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল টিম ইন্ডিয়া। বিশ্ব ক্রিকেটে টেস্টে যে কোনও দলের এক ইনিংসে করা সর্বনিম্ন রান এটাই এখনও পর্য়ন্ত। যদিও সেই ম্য়াচটি বাদ দিলে গোটা সিরিজে দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এমনকী সেই সিরিজও জিতে নিয়েছিল তাঁরা।
ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের ২ স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি এই মাঠেই আগামী ৬ ডিসেম্বর থেকে নামবেন। অভিজ্ঞ ২ তারকা গোলাপি বলের টেস্টে কেমন পারফর্ম করেন, তা সবাই দেখার জন্য মুখিয়ে আছেন। এক নজরে দেখে নেওয়া যাক এই মাঠে কেমন পারফরম্য়ান্স রয়েছে ভারতের বর্তমান ও প্রাক্তন অধিনায়কের।
অ্য়াডিলেডে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলিই। এখনও পর্যন্ত এখানে চারটি ম্য়াচ খেলতে নেমে মোট ৫০৯ রান করেছেন তিনি। ৬৩.৬২ গড়ে ব্যাটিং করেছেন কোহলি। ঝুলিতে একটি শতরান ছাড়াও আছে তিনটি অর্ধশতরানও। পারথে শতরানের ইনিংস খেলা কোহলির ব্যাট অ্যাডিলেডেও চললে তা আখেড়ে ভারতের জন্যই ভাল।
ভারত অধিনায়ক রোহিত শর্মা টেস্টে এই মাঠে এখনও পর্যন্ত ৪টি ম্য়াচ খেলেছেন। কিন্তু এই মাঠে তাঁর রেকর্ড একেবারেই চমকপ্রদ নয়। হিটম্য়ান ৪ ইনিংসে মাত্র ৮৭ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩। অর্থাৎ একটি অর্ধশতরানের ইনিংসও তিনি খেলতে পারেননি।
এদিকে, টেস্ট শুরুর আগে দিন হাতে এখনও দিন দু'য়েক সময় রয়েছে। তবে শুক্রবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর বৃষ্টি হলে যে পেসাররা বাড়তি সাহায্য পাবেন, বলার অপেক্ষা রাখে না। সংগঠকদের আশা, ৫৩ হাজার দর্শক কানায় কানায় ভরিয়ে তুলতে পারেন গ্যালারি। এমনিতেই ঘাসের পিচে পেসাররা বাড়তি সাহায্য পান। তার উপর গোলাপি বলে ব্যাট করা ভীষণই কঠিন ব্যাটারদের কাছে। গোলাপি বলের পালিশ দীর্ঘক্ষণ টিকে থাকে। তাই বল ২০-২৫ ওভার পুরনো হয়ে গেলেও স্যুইং করে। বাউন্সও থাকে। অনেকের মতে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে পেসারদের দাপট দেখা যেতে পারে।