Champions Trophy: রোহিত বাহিনী নয়, সবাইকে চমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলকে ফেভারিট বাছলেন গাওস্কর?
Indian Cricket Team: রোহিতের ডেপুটি বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। দল দেখে অনেকেই বলেছেন যে এই ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

মুম্বই: শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে এসে ১৫ সদস্য বেছে নেন। দলে ফিরেছেন অভিজ্ঞ মহম্মদ শামি। দলে রয়েছেন জসপ্রীত বুমরা। আবার রোহিতের ডেপুটি বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। দল দেখে অনেকেই বলেছেন যে এই ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনী গাওস্কর তেমনটা মনে করেন না। টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় ভারতকে রাখলেন না লিটল মাস্টার।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্য়াচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। ভারতীয় দল তাদের সব ম্য়াচ খেলবে দুবাইয়ে। সুনীল গাওস্কর মনে করেন ঘরের মাঠে পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট। তিনি বলেন, ''এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট তকমা পাকিস্তানের পাওয়া উচিৎ। নিজেদের ঘরের মাঠে যে কোনও দলই প্রতিপক্ষের কাছে বিশাল কঠিন চ্যালেঞ্জ। ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল। কিন্তু তার আগে কিন্তু টানা ১০টি ম্য়াচ ওরা জিতে এসেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোমটিম পাকিস্তানকেই আমি ফেভারিট মনে করছি।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্য়াচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ খেলবে ভারত। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেবার ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ২০২১ সালে করোনাকালে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়নি।
শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেছিলেন গৌতম গম্ভীর ও অজিত আগরকর। অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্সের সঙ্গে সঙ্গেই রোহিতের দলে জায়গা করে নেওয়া নিয়েও আলোচনা হচ্ছিল। তবে বৈঠকে নাকি রোহিত বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাঁকে সময় দিতে। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলিও রয়েছেন। শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্স করার পুরস্কার পেলেন। তিনি সুযোগ পেয়েছেন দলে। হার্দিক পাণ্ড্য ফিরেছেন। অক্ষর পটেল ও কুলদীপ যাদবকেও রাখা হয়েছে স্কোয়াডে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
