INDW vs SAW: ৪৮ বছর পর এই মাঠে প্রথমবার, নজির গড়ার মুখে দাঁড়িয়ে হরমনপ্রীত, স্মৃতিরা
BCCI: এখানে এসে তাঁরা তিনটি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্য়াচ খেলবে। তিনটি যে ওয়ান ডে ম্য়াচ খেলবে ২ দল, তা ২০২২-২০২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।
![INDW vs SAW: ৪৮ বছর পর এই মাঠে প্রথমবার, নজির গড়ার মুখে দাঁড়িয়ে হরমনপ্রীত, স্মৃতিরা India Womens vs South Africa Womens chennai to host women’s Test for first time in 48 years INDW vs SAW: ৪৮ বছর পর এই মাঠে প্রথমবার, নজির গড়ার মুখে দাঁড়িয়ে হরমনপ্রীত, স্মৃতিরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/6728186359cf1b115e485b8562f0d7111715757721710206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী জুনে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টােয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে নামবেন রোহিত, বিরাটরা। ঠিক সেই সময়ই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (Souh Africa) বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন ভারতের মেয়েরা। বুধবাই বিসিসিআই (BCCI) সূচি ঘোষণা করেছে প্রোটিয়া দলের ভারত সফরে আসার। এখানে এসে তাঁরা তিনটি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্য়াচ খেলবে। তিনটি যে ওয়ান ডে ম্য়াচ খেলবে ২ দল, তা ২০২২-২০২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সফর শুরুর আগে বোর্ড সভাপতি একাদশে বিরুদ্ধে একটি ওয়ার্ম আপ ম্য়াচ খেলবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল (South Africa Womens Cricket Team)।
একটি মাত্র টেস্ট ম্য়াচে হরমনপ্রীতরা প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে খেলতে নামবেন চিপকে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এর আগে শেষবার ১৯৭৬ সালে মহিলাদের ক্রিকেটে টেস্ট ম্য়াচ আয়োজিত হয়েছিল। সেবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল। ৪৮ বছর পর এই মাঠে ফের একবার মেয়েদের ভারতীয় ক্রিকেট দল টেস্ট খেলতে নামছে।
২০০২ সালে পার্লে প্রথমবার টেস্ট ক্রিকেটে ভারতের ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল মুখোমুখি হয়েছিল। এরপর ২০১৪ সালে শেষবার এই দুই দল টেস্টের আঙিনায় একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই হিসেবে মহিলা ক্রিকেটে টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা তৃতীয়বার আমনে সামনে হতে চলেছে।
একনজরে ভারত-দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
ওয়ান ডে সিরিজ
সিরিজ শুরুর আগে ওয়ার্ম আপ ম্য়াচ আগামী ১৩ জুন (খেলা শুরু দুপুর ১.৩০ থেকে)
প্রথম ওয়ান ডে: ১৬ জুন, বেঙ্গালুরু (দুপুর ১.৩০)
দ্বিতীয় ওয়ান ডে: ১৯ জুন, বেঙ্গালুরু (দুপুর ১.৩০)
তৃতীয় ওয়ান ডে: ২৩ জুন, বেঙ্গালুরু (দুপুর ১.৩০)
প্রথম টি-টোয়েন্টি: ৫ জুলাই, চেন্নাই (সন্ধে ৭)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৭ জুলাই, চেন্নাই (সন্ধে ৭)
তৃতীয় টি-টোয়েন্টি: ৯ জুলাই, চেন্নাই (সন্ধে ৭)
অর্থাৎ জুন মাসে শুধু ছেলেদের ক্রিকেটের মহারণের জন্য টিভির পর্দায় চোখ রাখাই নয়। দেশের মাটিতেই মেয়েরাও ক্রিকেটের মহারণে নামবেন।
শীর্ষে বিরাট, টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ম্য়াচের সেরার পুরস্কার ঝুলিতে রয়েছে যাঁদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)