West Bengal News Live : এবার CBI ডিরেক্টরের কাছেই দরবার, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছে নিহত চিকিৎসকের পরিবার
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
LIVE

Background
West Bengal News Live : ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র-কার্তুজ-কাণ্ডে হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার আরও একটি ডবল ব্যারেল বন্দুক !
ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র-কার্তুজ-কাণ্ডে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার হল আরও একটি ডবল ব্যারেল বন্দুক। STF সূত্রে খবর, ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে বাবলুর লুকিয়ে রেখেছিল এই বন্দুক। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদের পর সামনে আসে এই তথ্য়।
জীবনতলা অস্ত্র-কার্তুজকাণ্ডে ফের উদ্ধার হল বন্দুক। এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মাছের ভেড়ি থেকে উদ্ধার হল একটি ডবল ব্যারেল বন্দুক। এই নিয়ে এই মোট ৩ টি বন্দুক উদ্ধার করল রাজ্য় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।বেঙ্গল STF সূত্রে দাবি, বিবাদীবাগের অস্ত্রের দোকানের কর্মী শান্তনু সরকারের কাছ থেকেই এই অস্ত্র কিনেছিলেন মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য আব্দুল সেলিম গাজি ওরফে বাবলু। তারপর তা লুকিয়ে রেখেছিলেন মাছের ভেড়িতে। তাঁকে জেরা করেই খোঁজ মিলেছে অস্ত্রের।
WB News Live : এবার CBI ডিরেক্টরের কাছেই দরবার, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছে নিহত চিকিৎসকের পরিবার
বিচারের দাবিতে ৭ মাস পার, এবার দিল্লিতে দরবার । CBI তদন্তে অসন্তুষ্ট, CBI ডিরেক্টরের কাছেই এবার দরবার। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছে নিহত চিকিৎসকের পরিবার। চিকিৎসকের পরিবারের সঙ্গে যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ৩ প্রতিনিধি । দিল্লি গিয়ে CBI দফতরে যেতে চান নিহত চিকিৎসকের বাবা-মা। CBI অধিকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে চায় চিকিৎসকের পরিবার।
এরপরে সুপ্রিম কোর্টে নিযুক্ত আইনজীবীর সঙ্গেও দেখা করবেন তাঁরা: সূত্র।
West Bengal News Live : আড়ালে থেকেই আত্মসমর্পণ, এবার প্রকাশ্যে কীর্তিমান কাউন্সিলর!
আড়ালে থেকেই আত্মসমর্পণ, এবার প্রকাশ্যে কীর্তিমান কাউন্সিলর! আত্মসমর্পণের পর জামিন নেওয়ার পরে অবশেষে পুলিশের চার্জশিট । তৃণমূল কাউন্সিলর-সহ ৮জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট । হত্যার চেষ্টা, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা দায়ের । তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে মার।
WB News Live : কাকদ্বীপে জোড়া খুন, আদালত গঠিত SIT-এর দায়িত্বে মুরলীধর শর্মা
কাকদ্বীপে জোড়া খুন, আদালত গঠিত SIT-এর দায়িত্বে মুরলীধর শর্মা। ২০১৮: পঞ্চায়েত ভোটের আগে কাকদ্বীপে স্ত্রী-সহ সিপিএম কর্মীকে পুড়িয়ে খুন। দময়ন্তী সেন অব্যাহতি নেওয়ায় এবার তদন্তের দায়িত্বে মুরলীধর শর্মা। এতদিন তদন্তে কী অগ্রগতি? ৪ মার্চ রিপোর্ট দেবেন মুরলীধর শর্মা । ২০১৮: সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। ২০২৩: দময়ন্তী সেনের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের । পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চান দময়ন্তী সেন।
West Bengal News Live : ল্যান্সডাউন প্লেসের নাম হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় সরণি
ল্যান্সডাউন প্লেসের নাম হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় সরণি। প্রয়াত শিল্পীকে স্মরণে রাখতে উদ্যোগ কলকাতা পুরসভার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
