Smriti Mandhana: বিশ্বরেকর্ড গড়ে সেঞ্চুরি হাঁকালেন স্মৃতি, তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হল ভারতকে
INDW vs AUSW: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ম্য়াচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মৃতি মন্ধানা।
পারথ: দলকে জেতাতে পারেননি। তবুও দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরকের্ড গড়লেন স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথের ওয়াকায় তৃতীয় ওয়ান ডে ম্য়াচে শতরান হাঁকালেন বাঁহাতি ভারতীয় ওপেনার। এই নিয়ে চলতি ক্যালেন্ডার বর্ষে চতুর্থবার ওয়ান ডে ফর্ম্য়াটে সেঞ্চুরি হাঁকালেন স্মৃতি। মহিলাদের ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্য়াটে এক বছরে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন স্মৃতি। যদিও তিন ম্য়াচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হল ভারতকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বোর্ডে ২৯৮ রান যোগ করে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্দান্ত নেন ভারতীয় ক্রিকেট দলের ক্য়াপ্টেন হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি বোর্ডে ৫৮ রান যোগ করেছিল। এলিসা পেরি ৪ ও বেথ মুনি ১০ রান করে প্যাভিলিয়ন ফেরেন। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন অ্য়ানাবেল সাদারল্যান্ড। ৯৫ বলে ১১০ রানের ইনিংস খেলেন তিনি। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান সাদারল্যান্ড। এছাড়াও লোয়ার অর্ডারে অ্য়াশলে গার্ডনার ও তাহিলা ম্য়াকগ্রা অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান বোর্ডে তুলে নেয় অজিরা।
রান তাড়া করতে নেমে রিচা ২ রানে ফিরে গেলেও স্মৃতি শতরানের ইনিংস খেলেন। ১০৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেন। ১৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। হরলীন দেওল ৩৯ রানের ইনিংস খেলেন। তবে বাকি কেউই আর রান পাননি। যার জন্য শেষ পর্যন্ত ২১৫ রানে অল আউট হয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৮৩ রানে জিতে গেল অজিরা। অ্য়ানাবেলা সাদারল্যান্ড ম্য়াচ ও সিরিজ সেরা হয়েছেন।
চলতি বছরে জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুটো শতরান হাঁকিয়েছিলেন স্মৃতি। এরপর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর এদিন ফের শতরান হাঁকালেন। চলতি সিরিজে এর আগের দুটো ম্য়াচে স্মৃতি রান পাননি। তবে এই ম্য়াচে শতরান হাঁকালেও কোনও ব্য়াটার স্মৃতিকে যোগ্য সাহায্য না করতে পারায় ম্য়াচ হাতছাড়া করতে হল ভারতকে। আগেই সিরিজ খুঁইয়েছিল তারা। এবার হোয়াইটওয়াশও হতে হল।
End of a remarkable knock from the #TeamIndia Vice-captain 👏👏
— BCCI Women (@BCCIWomen) December 11, 2024
India need 110 off 87 deliveries as Deepti Sharma joins Jemimah Rodrigues in the middle
LIVE ▶️ https://t.co/pdEbkwGszg#AUSvIND pic.twitter.com/LWc5dmMjGT