Mahakumbh 2025: মহাকুম্ভে ডোনা, যোগী-রাজ্যে নাচের অনুষ্ঠান করবেন বলে উচ্ছ্বসিত সৌরভ ঘরনি
Dona Ganguly: মহাকুম্ভে মোট ২০ জন শিল্পীর দলের সঙ্গে পারফর্ম করতে চলেছেন ডোনা। সৌরভ ঘরনি জানিয়েছেন, গঙ্গা ও ভগবান শিবকে নিয়ে পারফর্ম করবেন তাঁরা।

কলকাতা: মহাকুম্ভে (Mahakumbh 2025) ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বিখ্যাত নৃত্যশিল্পী পারফর্মও করবেন মহাকুম্ভে। যা নিয়ে উচ্ছ্বসিত কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ঘরনি ।
ডোনা জানিয়েছেন, মহাকুম্ভে পুণ্য অর্জনের পাশাপাশি নাচের অনুষ্ঠানও করবেন তিনি। বলেছেন, 'সঙ্গম শহরে, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মাঝে, মহাকুম্ভে পারফর্ম করতে পারা এবং সর্বশক্তিমানের প্রতি আমার ভক্তি নিবেদন করা, একজন শিল্পী হিসাবে এর চেয়ে বেশি আর কী-ই বা চাইতে পারি? এত বছরের মধ্যে এই প্রথম আমি কুম্ভে পারফর্ম করব। দারুণ রোমাঞ্চিত লাগছে।'
ওড়িশি নৃত্যশিল্পী ডোনা কয়েক বছর আগে অযোধ্যার রাম জন্মভূমিতে গিয়েছিলেন। ত্রিবেণী মহোৎসবেও নাচের অনুষ্ঠান করেছিলেন তিনি। প্রায় প্রত্যেক বছরই রথের উৎসবে এবং রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। যদিও ডোনার কথায়, এই বছরের উত্তেজনা সম্পূর্ণ অন্যরকম ।
ডোনা বলেছেন, 'প্রয়াগরাজ এমনিতে ভীষণ পরিচিত জায়গা। কিন্তু একজন শিল্পী হিসাবে এত ভিড়ের জন্য পারফর্ম করার মতো আনন্দের আর কিছুই হয় না। আমার মনে হয় মঞ্চে ওঠার পর উত্তেজনা আরও বেড়ে যাবে। হয়তো দ্বিগুণ হয়ে যাবে। মহাকুম্ভে আসার রোমাঞ্চ সত্যিই ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।'
আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের নেপথ্যে বাঙালি কোচ, কীভাবে তৈরি হয়েছিল মুকুটরক্ষার নকশা?
জানা গিয়েছে, মহাকুম্ভে মোট ২০ জন শিল্পীর দলের সঙ্গে পারফর্ম করতে চলেছেন ডোনা। সৌরভ ঘরনি জানিয়েছেন, গঙ্গা ও ভগবান শিবকে নিয়ে পারফর্ম করবেন তাঁরা। ডোনার কথায়, 'উত্তর প্রদেশ সরকারের পর্যটন দফতরের তৈরি গান কুম্ভ চলো রে-র সুরে আমার নাচের পারফরম্যান্স আছে। গোটা বিষয়টি সুন্দরভাবে কোরিওগ্রাফি করা হয়েছে। এক ঘন্টারও বেশি সময় ধরে চলবে গোটা অনুষ্ঠান।' ডোনা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন তাঁরা। বলেছেন, 'এটা দর্শকের জন্যও একেবারে নতুন অভিজ্ঞতা হতে চলেছে । মঞ্চে আমরা নিজেদের সেরাটা দেব। সকলকে আনন্দ দিতে চাই।'
ডোনা আরও জানিয়েছেন যে, পরিবারের সকলের আরোগ্য কামনায় তিনি সঙ্গমে স্নান করবেন। যাবেন আখড়াতেও। ডোনার কথায়, 'আমার মায়ের শরীর ভাল যাচ্ছে না। মায়ের জন্য প্রার্থনা করব। চাইব দ্রুত সুস্থ হয়ে উঠুক মা । সকলের মঙ্গলকামনা করব মহাকুম্ভে।'
আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
