U19 Womens T20 World Cup: রোহিতরা পেরেছিলেন, নিকির প্রসাদরা পারবেন? ফাইনালে ফের ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ
IND vs SA: সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছিল নিকি প্রসাদের দল। অন্য়দিকে প্রোটিয়া শিবির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ৫ উইকেটের বিনিময়ে।

কুয়ালালামপুর: গতবার ভারতই চ্যাম্পিয়ন্স হয়েছিল। এবারও তারা ফাইনাল খেলছে। আর এবার তাঁদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গত বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের হাড্ডিহাড্ডি ফাইনাল ম্য়াচের স্মৃতি এখন টাটকা সবার মনে। এবার আরও একবার ফাইনালের মঞ্চ। আরও একবার মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। আর এবার মহিলাদের ক্রিকেটে। অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রবিবার ২ ফেব্রুয়ারি প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে খেলতে নামবে হরমনপ্রীত, স্মৃতিদের উত্তরসূরিরা।
কাদের ম্যাচ?
অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ
কোথায় হবে এই ম্যাচ?
এই ম্য়াচটি হবে কুয়ালালামপুরের ব্যুমস ওভালে
কখন শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ?
শুক্রবার, অর্থাৎ ৩১ জানুয়ারি ভারতীয় সময় দুপুর ১২ থেকে ম্যাচ শুরু, টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ১১.৩০ টায় হবে
কোথায় দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ?
অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। হটস্টারে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। ম্য়াচে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেন নিকি প্রসাদরা। অন্য়দিকে প্রোটিয়া শিবির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ৫ উইকেটের বিনিময়ে। ভারতের হয়ে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন বৈষ্ণবী শর্মা, জি কমলিনী, গঙ্গোদি তৃষা। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি ভারতের মেয়েরা। আট ম্য়াচে আটটিতেই জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কফিনে শেষ পেরেক পুঁততে মরিয়া অনূর্ধ্ব ১৯ মহিলা ভারতীয় ক্রিকেট দল।
এর আগে গতকাল ৩১ জানুয়ারি শুক্রবার সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১১৩ রানই তুলতে পারে ইংল্যান্ড শিবির। ভারতের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া ও বৈষ্ণবী শর্মা। ২ উইকেট নেন আয়ুশী শুক্ল। রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় নিকি প্রসাদের দল। জি কমলিনী অপরাজিত অর্ধশতরান করেন। গঙ্গােদি তৃষা ৩৫ রানের ইনিংস খেলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
