UEFA Euro 2024: পরিসংখ্যানের বিচারে এগিয়ে ফ্রান্স, রোনাল্ডোর পর্তুগাল এমবাপেদের হারিয়ে ইউরোর সেমিতে পৌঁছবে?
POR vs FRA: ফ্রান্স ও পর্তুগাল, দুই দল সাত বার একে অপরের মুখোমুখি হয়েছে। ফ্রান্স যেখানে চার বার ম্যাচ জিতেছে, সেখানে পর্তুগালের দখলে রয়েছে মাত্র এক জয়ের কৃতিত্ব।
হ্যামবার্গ: এক সময় প্যারিসের ছোট্ট এক ঘরে টাঙানো থাকত তাঁর পোস্টার। এক ছেলে স্বপ্ন দেখত, সেও তাঁর আইডলের মতো ফুটবলের মঞ্চ কাঁপাবে, খেলবে রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে। দ্বিতীয়টা হতে আর মাত্র কয়েক দিন অপেক্ষা করতে হবে, আর প্রথম স্বপ্নটা ইতিমধ্যেই সত্যি হয়ে গিয়েছে। এমনকী তাঁর আইডল যেটা পারেননি, সেই বিশ্বকাপ ট্রফিটাও রয়েছে তাঁর ঝুলিতে। কথা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) নিয়ে। আজ যে সম্মুখসমরে দুইজন।
উয়েফা ইউরোর (UEFA Euro 2024) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অধিনায়কত্ব করবেন পর্তুগালের। তাঁর প্রতিপক্ষ ফ্রান্স দলের হয়ে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে নামা খেলোয়াড়টির নাম এমবাপে। ফুটবল জগতের দুই উজ্জ্বলতম নক্ষত্রের মধ্যে অবশ্যই এই দুই মহাতারকার নাম থাকবে। তবে ব্যক্তি রোনাল্ডো বা এমবাপে, কারুর জন্যই এবারের ইউরোটা তেমন সুখকর হয়নি। রোনাল্ডো এখনও একটি গোল পাননি, আর এমবাপের ঝুলিতে মাত্র এক গোল। তবে কথায় আছে, 'বিগ প্লেয়ার্স শাইন অন বিগেস্ট অফ স্টেজ়েস' অর্থাৎ বড় খেলোয়াড়রা সবসময় বড় মঞ্চেই নিজেদের সেরাটা মেলে ধরেন। রোনাল্ডো এবং এমবাপে, উভয়ের সামনেই আজ সেটা করে দেখানোর সুযোগ রয়েছে। হাতছানি রয়েছে উয়েফা ইউরোর সেমিফাইনালে দলকে পৌঁছে দেওয়ার।
রাউন্ড অফ ১৬-তে স্লোভেনিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করে কেঁদেছিলেন রোনাল্ডো। জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ ইউরো হতে চলেছে। সেই ইউরোকে তাই চিরস্মরণীয় করে রাখতে কি বাড়তি উদ্যম নিয়েই মাঠ নামবেন 'সিআর৭'? তবে রোনাল্ডো, এমবাপেরা সমস্ত শিরোনাম কেড়ে নিলেও, দিনের শেষে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে দুই দলের রক্ষণভাগ। স্লোভেনিয়ার বিরুদ্ধে তিনটি পেনাল্টি বাঁচিয়ে ইতিহাস গড় পর্তুগালকে শেষ আটে তুলেছেন দিয়োগো কোস্তা। অপরদিকে, ফ্রান্স নিজেদের চার ম্যাচের মধ্যে তিনটিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। তাই লড়াইটা কিন্তু দুই জমাট রক্ষণেরও হবে।
ম্যাচের আগে ফ্রান্সের এই জমাট রক্ষণের কিন্তু ফাঁক ফোঁকর খুঁজে পেয়েছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ় (Roberto Martínez)। তিনি বলেন, 'ফ্রান্স খুবই শক্তিশালী। তবে অনেক সময়ই ওদের ডিফেন্সিভ লাইনের মাঝে ফাঁক থাকে। ওরা প্রতিপক্ষকে চেপে ফেলতে পটু। তবে আশা করছি আমরা বেশি সুযোগ তৈরি করতে পারব।'
অপরদিকে ফ্রান্সের দিদিয়ের দেশঁ (Didier Deschamps) তাঁর দল বেশি ভাল মানতে নারাজ। 'আমাদের দলের মধ্যে দক্ষতা এবং প্রতিভা, দুইই রয়েছে। তবে বাকি অনেক দলেরই একই পরিমাণ দক্ষতা রয়েছে। শীর্ষস্তরে একত্রিত হয়ে লড়াই করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ।' দাবি ফরাসি কোচের। এই ম্যাচ শেষে রোনাল্ডো না এমবাপে, কার দল পৌঁছবে সেমিফাইনালে? সেটাই দেখার
আরও পড়ুন: উয়েফা ইউরো ২০২৪-এই অবসান, স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো