Cristiano Ronaldo: গোল করলেন, ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থও হলেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল তাঁর দল
AFC Champions League: ০-১ পিছিয়ে থেকেই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের বিরুদ্ধে মাঠে নেমেছিল আল নাসর।
![Cristiano Ronaldo: গোল করলেন, ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থও হলেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল তাঁর দল Cristiano Ronaldo scores and misses sitter as Al Nassr crash out of AFC Champions League Cristiano Ronaldo: গোল করলেন, ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থও হলেন রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল তাঁর দল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/12/8448d2b143f59b6960229dbbbdcbeb2b1710212699237507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রিয়াধ: আল আইনের বিরুদ্ধে ০-১ পিছিয়ে থেকেই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল আল নাসর (Al Nassr)। সৌদি দল টাইয়ে প্রত্যাবর্তনের জন্য তাকিয়ে ছিল তাঁদের ট্যালিসম্যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দিকে। পর্তুগিজ মহাতারকা দলের হয়ে গোলও করলেন, তাও শেষরক্ষা হল না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল আল নাসরের দৌড়।
এদিন ঘরের মাঠে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের পর আল নাসরের পক্ষেই ৪-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। কিন্তু দুই টাই মিলিয়ে স্কোরলাইন ছিল ৪-৪। তাই শেষমেশ খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানেই ৩-১ জয় পায় আল আইন। আল নাসরের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন রোনাল্ডো। ম্যাচেও তিনি একটি গোল করেন বটে। তবে একাধিক সুযোগ নষ্টও করেন 'সিআর৭'। তাদের মধ্য সম্ভবত দ্বিতীয়ার্ধে ফাঁকা গোলে বল জড়াতে ব্যর্থ হওয়াটা সবথেকে হতাশাজনক।
How has Ronaldo missed from here 😭😭😭 pic.twitter.com/FYqBEfSOms
— george (@StokeyyG2) March 11, 2024
আল আইন গোলরক্ষক সম্পূর্ণভাবে অন্যদিকে শুয়ে পড়ায় কার্যত ফাঁকা গোল ছিল রোনাল্ডোর সামনে। কিন্তু অভূতপূর্বভাবে মাত্র দুই গজ দূর থেকে গোলের বাইরে বল মারেন পর্তুগিজ মহাতারকা। এমন সুযোগ হাতছাড়া রোনাল্ডো নিজেও বিস্মিত হয়ে যান। তাঁর থেকে আল আইনের সোফিয়েন রাহিমিনিকে অনেক বেশি ক্ষিপ্র দেখায়। তিনিই প্রথম লেগের একমাত্র গোলটি করেছিলেন। দ্বিতীয় লেগে প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে ৩-০ টাইয়ে এগিয়ে দেন মরক্কো তারকা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই ঘারিব আল নাসরের হয়ে এক গোল শোধ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে স্কোর ২-২ হয়। ম্যাচের ৭২তম মিনিটে অ্যালেক্স টেলেস আল নাসরের হয়ে গোল করে ম্যাচ অতিরিক্ত টাইমে নিয়ে যান। সুলতান আম শামসির গোলে অতিরিক্ত সময়ে আল আইন ফের এগিয়ে যায়। তবে ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ম্যাচ শেষ হয় সমতায়। পেনাল্টি শ্যুট আউটে রোনাল্ডো গোল করলেও অ্যালেক্স টেলেস, ব্রজোভিচ এবং ওটাভিও সকলেই নিজেদের শট মিস করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: সুযোগ নষ্টের খেসারত, হাড্ডাহাড্ডি ম্যাচে ড্র করল লিভারপুল-ম্যান সিটি, লিগ শীর্ষে আর্সেনাল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)