Shreyas Iyer Century: চলতি বিশ্বকাপ টানা দ্বিতীয়, কিউয়িদের বিরুদ্ধে মাত্র ৬৭ বলে সেঞ্চুরি পূরণ শ্রেয়স আইয়ারের
ICC ODI World Cup 2023: মাত্র ৬৭ বলে নিজের শতরান পূরণ করেন ডানহাতি এই ব্যাটার। ৬৯ বলে ১০৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরেন শ্রেস।
মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) পর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিশ্বকাপের সেমিফাইনালে শতরান হাঁকালেন তরুণ ডানহাতি ওপেনার। মাত্র ৬৭ বলে নিজের শতরান পূরণ করেন ডানহাতি এই ব্যাটার। ৭০ বলে ১০৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের গ্রুপ লিগের শেষ ম্যাচেও শতরান হাঁকিয়েছিলেন। এবার সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধেও শতরান হাঁকালেন শ্রেয়স।
এদিন যখন ব্যাট করতে এসেছিলেন তখন চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে এসেছেন শুভমন গিল। ৭৯ রান করে মাঠ ছাড়েন গিল চোটের জন্য। সেই সময়ই শ্রেয়স এসেছিলেন ক্রিজে। বিরাট তখন ধীরে ধীরে অর্ধশতরানের দিকে এগােচ্ছেন। সেই মুহূর্তে শ্রেয়সের ব্যাটিং বিক্রম শুরু। বিরাট শুরুর দিকে একটু থিতু হয়ে খেলার চেষ্টা করলেও শ্রেয়স ছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে। একের পর এক পেল্লাই ছক্কা ও বাউন্ডারি। দুরন্ত মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন। ধীরে ধীরে নিজের শতরানের পথে এগিয়ে যান শ্রেয়স। টুর্নামেন্টে শুরুর দিকে একেবারেই রান পাচ্ছিলেন না শ্রেয়স। বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৯,৩৩, ৪। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে একটা অর্শতরানের ইনিংস খেলেছিলেন অবশ্য।
View this post on Instagram
এদিকে, চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে শতরানের হাফসেঞ্চুরি হাঁকালেন বিরাট। ১০৬ বলে নিজের ৫০তম আন্তর্জাতিক ওয়ান ডে শতরান পূরণ করেন বিরাট কোহলি। ইডেনে সচিনকে স্পর্শ করার পরেই ক্রিকেট ঈশ্বর আগেই জানিয়েছিলেন যে তিনি চান কোহলি তাঁকে ছাপিয়ে যাক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েই আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে ঠিক তার পরের ম্যাচেই ইতিহাস গড়ে ফেললেন তিনি।
কোহলির ইনিংস সাজানো নয়টি চার ও একটি ছক্কায়। এদিন শুরুতে রোহিত ঝড়ের পর ব্যাট হাতে ক্রিজে নামেন বিরাট কোহলি। ইনিংসের প্রথম থেকেই তিনি যে বড় রান করতে বদ্ধপরিকর, তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। ৫৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন 'কিং কোহলি'। চলতি বিশ্বকাপে এটি তাঁর অষ্টম শতরান। প্রথম ব্যাটার হিসাবে তিনি এক বিশ্বকাপে আটবার অর্ধশতরানের গণ্ডি পার করেন।