এক্সপ্লোর
এই ম্যাচে জয় পাওয়া জরুরি ছিল, ভাল লাগছে, বলছেন পোলার্ড, ফের হেরে হতাশ রাহুল
চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় পেল মুম্বই।

আবু ধাবি: চলতি আইপিএল-এ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাব। দু’টি দলই এর আগে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতেই জয় পেয়েছিল। আজ দ্বিতীয় জয় পেল মুম্বই।
খেলা শেষ হওয়ার পর ম্যাচের সেরা কাইরন পোলার্ড বললেন, ‘আমরা গত ম্যাচে হেরে গিয়েছিলাম। আজ তাই জয় চাইছিলাম। এখন ভাল লাগছে।’
একসময় মনে হচ্ছিল, মুম্বই বোধহয় বড় রান করতে পারবে না। কিন্তু পোলার্ড ও হার্দিক পাণ্ড্যর জুটি ম্যাচের রং বদলে দেয়। ২০ বলে তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ৪৭ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। হার্দিক করেন ১১ বলে ৩০ রান।
এ প্রসঙ্গে পোলার্ডের বক্তব্য, ‘পরিস্থিতি অনুযায়ী বিপক্ষের বোলারদের দেখে নিয়ে কত রান করা লক্ষ্য, সেটা ভাবতে হয়। এক ওভারে ১৫ বা তার বেশি রান তোলার চেষ্টা করতে হয়। আজ হার্দিককে দ্রুত রান তুলতে হত। ও সেটা করে দেখায়। আমরা জানতাম, শেষ চার ওভারে রান তোলার কোনও সীমা নেই। আজ আমরা আনন্দ করছি ঠিকই, তবে এরপর গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার জন্য তৈরি হতে হবে।’
এই ম্যাচেও দলের হারের পর পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুলের বক্তব্য, ‘অবশ্যই হতাশ লাগছে। আমরা চার ম্যাচের মধ্যে অন্তত তিনটি জিততেই পারতাম। এই ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসা জরুরি। নতুন বলে উইকেট ভাল বলেই মনে হচ্ছিল। পরের দিকে উইকেট মন্থর হয়ে গিয়েছিল কি না জানি না। আমাদের দলে আরও একজন অলরাউন্ডার থাকলে ভাল হত। একজন অতিরিক্ত বোলারকে দলে রাখব কি না, সে বিষয়ে কোচের সঙ্গে আলোচনায় বসতে হবে।’
পঞ্জাব তিনটি ম্যাচে হারলেও, রাহুল ও ময়ঙ্ক অগ্রবালের ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত। তাঁদের মধ্যেই ‘অরেঞ্জ ক্যাপ’-এর লড়াই চলছে। এখন এগিয়ে ময়ঙ্ক। রাহুল বলছেন, তাঁদের দলের কারও কাছে ‘অরেঞ্জ ক্যাপ’ থাকলেই তিনি খুশি। তবে ময়ঙ্কের কাছ থেকে এই ক্যাপ ফের নিজের কাছে নিতে চান তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
