(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023 Purple Cap: পার্পল ক্যাপের জন্য হাড্ডাহাড্ডি লড়াই তিন সতীর্থের, শেষ হাসি কার?
IPL 2023: সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় সেয়ানে সেয়ানে টক্কর। হাড্ডাহাড্ডি লড়াই তিন সতীর্থের।
আমদাবাদ: রবিবার আইপিএল ফাইনালে এক বলও খেলা হয়নি। বৃষ্টিতে ভেস্তে গিয়েছে খেলা। সোমবার হবে আইপিএল ফাইনাল।
মাঠে নামার সুযোগ হয়নি মহম্মদ শামি, রশিদ খান ও মোহিত শর্মাদেরও। ফলে পার্পল ক্যাপের লড়াইটাও অসমাপ্ত রয়ে গিয়েছে। মহম্মদ শামির পক্ষে সান্ত্বনা বলতে, পার্পল ক্যাপ এখনও তাঁর দখলেই। সব মিলিয়ে ১৬ ম্যাচে ২৮ উইকেট ডানহাতি পেসারের। সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই।
সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অবশ্য সেয়ানে সেয়ানে টক্কর। হাড্ডাহাড্ডি লড়াই তিন সতীর্থের। মহম্মদ শামি, রশিদ খান ও মোহিত শর্মা। তিনজনই গুজরাত টাইটান্সের ক্রিকেটার। শামির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রশিদ খান (Rashid Khan)। ১৬ ম্যাচে ২৭ উইকেট আফগানিস্তানের লেগস্পিনারের। শামির চেয়ে মাত্র এক উইকেট কম রশিদের। এই মুহূর্তে শামির ইকনমি ৭.৯৫। রশিদের ইকনমি ৭.৯৩। অর্থাৎ ওভার প্রতি সামান্য কম রান খরচ করেছেন শামি।
তিনে রয়েছেন মোহিত। ১৩ ম্যাচ খেলে ২৪ উইকেট রয়েছে ডানহাতি পেসারের। এবারের আইপিএলে তাঁর নবজন্ম হল যেন।
আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে চার নম্বরে রয়েছেন পীযূষ চাওলা। এবারের আইপিএলে যাঁর নবজন্ম হয়েছে। ১৬ ম্যাচে ২২ উইকেট রয়েছে লেগস্পিনারের। ওভার প্রতি মাত্র ৮.১১ রান খরচ করেছেন উত্তর প্রদেশের ক্রিকেটার।
যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ১৪ ম্যাচের শেষে চাহালের ঝুলিতে ২১ উইকেট। তবে চাহালের দল রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ায় পার্পল ক্যাপের দৌড় থেকেও বিদায় নিয়েছেন তিনি। বরং তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তুষার দেশপাণ্ডের (Tushar Deshpande) কাছে। চেন্নাই সুপার কিংসের পেসারের ঝুলিতেও রয়েছে ২১ উইকেট। ১৫ ম্যাচ খেলে। ফাইনালে আর এক উইকেট নিলেই চাহালকে টপকে যাবেন তিনি। সিএসকে-র পেসার এই মুহূর্তে তালিকার ছয় নম্বরে।
কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী রয়েছেন তালিকায় সাত নম্বরে। ১৪ ম্য়াচে তাঁর উইকেট সংখ্যা ২০। ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে আট নম্বরে চেন্নাই সুপার কিংসের বোলার রবীন্দ্র জাডেজা। ১৯ উইকেট নিয়ে অভিযান শেষ করেছেন মহম্মদ সিরাজ। আরসিবি পেসার এই মুহূর্তের তালিকায় নয় নম্বরে। ১১ ম্য়াচে ১৭ উইকেট নিয়ে সিএসকে-র মাথিশা পাথিরানা রয়েছেন তালিকায় দশ নম্বরে।
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে