IPL 2025: এখনও সম্পূর্ণ ফিট নন, পন্থদের চিন্তা বাড়িয়ে টুর্নামেন্টে অনিশ্চিত ময়ঙ্ক
Mayank Yadav Injury: লখনউ সুপারজায়ান্টস ময়ঙ্ককে ১১ কোটি টাকা দিয়ে রিটেইন করেছিল। দেশের জার্সিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে গত বছর অভিষেকও হয়েছিল ময়ঙ্কের।

লখনউ: প্রথমে উমরান। এবার ময়ঙ্ক। ভারতের বর্তমান সময়ের ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ২ পেসারই এবারের আইপিএলে নেই। উমরান একেবারে পুরোপুরি ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। কেকেআরের হয়ে খেলার কথা ছিল তাঁর। অন্য়দিকে ময়ঙ্কও টুর্নামেন্টের বেশিরভাগ অংশই খেলতে পারবেন না বলে সূত্রের খবর। লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে গত মরশুমে বল হাতে নজর কেড়েছিলেন এই তরুণ পেসার। যা খবর, তাতে লখনউয়ের প্রথম পাঁচ-ছয়টি ম্য়াচে খেলতে পারবেন না ময়ঙ্ক। সেক্ষেত্রে হয়ত আগামী ১১-১২ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
গত মরশুমে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর এবার লখনউ সুপারজায়ান্টস ময়ঙ্ককে ১১ কোটি টাকা দিয়ে রিটেইন করেছিল। দেশের জার্সিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে গত বছর অভিষেকও হয়েছিল ময়ঙ্কের। কিন্তু সাইড স্ট্রেনের চোটের জন্য় এরপর থেকেই ২২ গজের বাইরে রয়েছেন ময়ঙ্ক। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এই তরুণ পেসার।
কে এল রাহুল দল ছেড়ে দেওয়ার পর ২৭ কোটি টাকা দিয়ে এবার ঋষভ পন্থকে নিলাম থেকে দলে নিয়েছিল লখনউ। তাঁকেই নেতৃত্বভার দেওয়া হয়েছে। আগামী ২৪ মার্চ বিশাখাপত্তনমে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে লখনউ। ময়ঙ্ককে লখনউ পাবে না সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআর ম্য়াচে। আগামী ১২ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে লখনউ। সেই ম্য়াচেও আদৌ খেলবেন কি না ময়ঙ্ক তা এখনও ঠিক নয়। তবে আগামী ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে দলে ফিরতে পারেন তিনি।
তবে ময়ঙ্ককে না পাওয়া গেলেও লখনউ সুপারজায়ান্টস প্রথম থেকেই পাচ্ছে দলের বাকি দুই পেসার আবেশ খান ও মহসিন খানকে। শার্দুল ঠাকুর ও শিবম মাভিকেও দেখা গিয়েছেন লখনউয়ের নেটে। নিলাম থেকে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আকাশ দীপকে নিয়েছে লখনউ। মিচেল মার্শ দলের সঙ্গে থাকলেও তিনি বল করতে পারবেন না। তবে দলের স্পিন অ্য়াটাক দুর্দান্ত। রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদরা রয়েছেন। এছাড়াও ব্যাটারদের মধ্যে এইডেন মারক্রাম রয়েছেন, যিনি প্রয়োজনে স্পিনও করতে পারেন।
গতকালই কেকেআরের তরফে জানানো হয়েছিল যে নিলাম থেকে দলে নেওয়া উমরান মালিককে গোটা মরশুমের জন্যই পাওয়া যাবে না। তাঁর চোট রয়েছে। তাঁর পরিবর্তে চেতন সাকারিয়াকে দলে নেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
