(Source: Poll of Polls)
SRH vs RR: জলে গেল যশস্বী, রিয়ান পরাগের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে রাজস্থানকে হারাল সানরাইজার্স
Sunrisers Hyderabad vs Rajasthan Royals: রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের জন্য শেষ বলে রাজস্থানের দুই রানের প্রয়োজন ছিল। কিন্তু ভুবনেশ্বরের বলে এলবিডব্লু হন রোভম্যান পাওয়েল। ১ রানে ম্যাচ জেতে সানরাইজার্স।
হায়দরাবাদ: কাজে দিল না রিয়ান পরাগ (Riyan Parag) ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) অনবদ্য ১৩৪ রানের পার্টনারশিপ। ৪০ ওভারের রুদ্ধশ্বাস লড়াই শেষে ১ রানে রাজস্থান রয়্যালসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের জন্য শেষ বলে রাজস্থানের দুই রানের প্রয়োজন ছিল। কিন্তু ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) বলে এলবিডব্লু হন রোভম্যান পাওয়েল। ১ রানে ম্যাচ জেতে সানরাইজার্স।
প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির শুরুটা ভাল হয়নি। ৫০ রান তুলতেই নয় ওভার লেগে যায়। তবে তারপরেই ঝড় তোলেন ট্র্যাভিস হেডরা। হেড ৫৮, নীতীশ রেড্ডি ৭৬ ও হেনরিখ ক্লাসেনের ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে সানরাইজার্স।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের শুরুটাও একেবারেই ভালভাবে হয়নি। প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমার জস বাটলার এবং সঞ্জু স্যামসন, উভয়কেই শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান। তবে দুই তরুণ তুর্কি পরাগ ও যশস্বী রাজস্থানের হয়ে পাল্টা লড়াই শুরু করেন। শুরুতে চাপে পড়ে গেলেও না দমে, পাল্টা আক্রমণ চালান দুইজনে। ৫ ওভারেই ৫০ রান তুলে ফেলে রাজস্থান। যশস্বী এবং পরাগের দুরন্ত ব্যাটিংয়ে তড়তড়িয়ে এগোচ্ছিল রাজস্থানের ইনিংস। দুই ব্যাটারই হাফসেঞ্চুরিও হাঁকান।
যশস্বী ৩০ বল ও পরাগ ৩১ বলে নিজেদের অর্ধশতরান পূরণ করেন। একসময় তো দেখে মনেই হচ্ছিল না দুই ব্যাটারর কেউই আউট হবেন বলে। তবে নটরাজনের বল স্কুপ মারতে গিয়ে তা সোজা উইকেটে মারেন যশস্বী। ৬৭ রানে থামে তাঁর ইনিংস। প্যাট কামিন্সের বলে ৭৭ রানে আউট হন পরাগ। দুই সেট ব্যাটার আউট হয়ে গেলেও রাজস্থানের হয়ে লড়াই চালাচ্ছিলেন দুই ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল এবং শিমরন হেটমায়ার।
তবে তা কাজে দেয়নি। ১৯তম ওভারে কামিন্সের সাত রানের অনবদ্য ওভার কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ ওভারে ১৩ রানের পুঁজি নিয়ে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার সানরাইজার্সকে জয় এনে দেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোহলির স্ট্রাইক রেট নিয়ে বিচলিত নন নির্বাচকরা, হার্দিক দলের অপিরহার্য অঙ্গ, সাফ জানালেন আগরকর