Samar Banerjee: গুরুতর অসুস্থ কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়, ভর্তি এসএসকেএমে
Badru Banerjee: গুরুতর অসুস্থ ভারতীয় ফুটল তথা ময়দানের অন্যতম সেরা ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায় (Samar Banerjee)। যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় (Badru Banerjee) নামেই ফুটবলের ময়দানে পরিচিত।
কলকাতা: গুরুতর অসুস্থ ভারতীয় ফুটল তথা ময়দানের অন্যতম সেরা ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায় (Samar Banerjee)। যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় (Badru Banerjee) নামেই ফুটবলের ময়দানে পরিচিত। তাঁর বয়স হয়েছে ৯৪ বছর।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ। বুধবার সকালে বাড়িতেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন বদ্রু বন্দ্যোপাধ্যায়। পরিবারের তরফ থেকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়। যুব ও ক্রীড়া দফতরের সঙ্গে মোহনবাগান ক্লাবের সহায়তায় এই প্রাক্তন ফুটবলারকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র বদ্রু বন্দ্যোপাধ্যায়। ১৯৫৬ অলিম্পিক গেমসে তাঁর নেতৃত্বেই সেমিফাইনালে ওঠে ভারত। বাংলা ফুটবলেও তাঁর অবদান অনেক। প্লেয়ার এবং কোচ হিসেবে সন্তোষ ট্রফি জিতেছেন বাংলার হয়ে।
এই বছরের শুরুতে সুভাষ ভৌমিককে হারিয়েছে ময়দান। তার পর সুরজিৎ সেনগুপ্তকেও হারাতে হয়েছে। সেই শোক ভোলার আগেই ফের সমর বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। যিনি ময়দানে বেশি পরিচিত বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে।
প্রাক্তন তারকা ফুটবলার বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ৯২ বছরের বদ্রু বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছেন। তাঁর অ্যালঝাইমার্স রয়েছে। বুধবার অবস্থার অবনতি দেখে পরিবারের তরফে বিষয়টি জানানো হয় মোহনবাগান ক্লাবকে। সবজু-মেরুন শিবিরের উদ্যোগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে বদ্রু বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, বদ্রু বন্দ্যোপাধ্যায়ের পরিবারের থেকে খবর পেয়ে ক্লাবের তরফে দ্রুত ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। মন্ত্রীর উদ্যোগেই তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বদ্রু বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কলকাতা ময়দানের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন।
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে এই তারকা ফরোয়ার্ডের নেতৃত্বেই ভারত সেমিফাইনালে উঠেছিল। বাংলা ফুটবলেও তাঁর অবদান কম নয়। প্লেয়ার এবং কোচ হিসেবে সন্তোষ ট্রফি জিতেছেন বাংলার হয়ে। তাঁর অসুস্থতার খবরে গোটা ময়দানেই উদ্বেগ।
আরও পড়ুন: দাড়ি-গোঁফ, মুণ্ডিতমস্তক, জলদস্যুর লুকে হইচই ফেলে দিলেন তারকা ক্রিকেটার