7 tay Bangla : রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা, জরুরি বৈঠক মুখ্যসচিবের, অশান্ত জগদ্দল ও ভাটপাড়া
সামান্য কমলেও রাজ্যে ৩ হাজারের কাছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৮৩৯ জন। দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৫৯৩ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৫৭৭ জন।
দৈনিক করোনা-গ্রাফে উদ্বেগ, জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিব। জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যসচিবের । মাস্ক পরার ওপর জোর দিতে হবে, বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ। থার্মাল চেক, দূরত্ব বিধি মেনে চলতে সতর্কতামূলক প্রচারের নির্দেশ । নির্দিষ্ট সময়ের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ । জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের ।
জুটমিল শ্রমিক হত্যাকাণ্ডের পরে অশান্ত হয়ে উঠেছে জগদ্দল। গতকাল শ্যুটআউটের পরে দফায় দফায় বোমাবাজি। একাধিক বাড়িতে হামলার অভিযোগ। আতঙ্কে এলাকা ছাড়ছেন সাধারণ মানুষ। অশান্তি রুখতে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নেতৃত্বে রুটমার্চ হয়েছে জগদ্দলে।
গত ১৩ দিনে ৩ জন খুন হয়েছেন ভাটপাড়া ও জগদ্দলে। একাধিক বোমাবাজির ঘটনা ঘটেছে। পরপর অপরাধের ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। এই প্রেক্ষাপটেই তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে নিশানা করেছেন তাঁর এলাকারই এক তৃণমূল নেতা। যদিও তার প্রতিক্রিয়া দেননি অর্জুন সিংহ।