Ek Dozen Golpo: ‘তোলা’ না দেওয়ায় ভর দুপুরে বেলেঘাটায় আক্রান্ত প্লাইউড ব্যবসায়ী। Bangla News
‘তোলা’ না দেওয়ায় ভর দুপুরে বেলেঘাটায় আক্রান্ত ব্যবসায়ী। বেলেঘাটায় প্লাইউড ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। মাথা, বুক, পায়ে গুরুতর আঘাত নিয়ে নার্সিংহোমে ভর্তি ব্যবসায়ী। দোকানের সামনেই ব্যবসায়ী অনির্বাণ সাহার উপরে হামলার অভিযোগ। রাজু নস্কর নামে এক স্থানীয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ব্যবসায়ীর। এই নামে কাউকে চিনি না, পাল্টা দাবি অভিযুক্ত রাজু নস্করের। নার্সিংহোমে গিয়ে আক্রান্তের বয়ান রেকর্ড করল বেলেঘাটা থানার পুলিশ। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে।
গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ায় সারাইয়ে কেন দেরি? এই প্রশ্ন তুলে পাম্পের ম্যানেজারকে মারধর করার অভিযোগ মালিকের। মহিলা কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে’, অভিযোগ পাম্প মালিকের।
জামুড়িয়া থানার দামোদরপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চল্লিশ হাজার টাকা লুঠ। একটি সাইবারে কাফেতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। সেন্টারের কর্মীর থেকে চল্লিশ হাজার টাকা লুঠ করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।