এক্সপ্লোর
Advertisement
ফিল্মস্টার: ২০২০-তে লকডাউনের মাঝে নিরন্তর শরীরচর্চার অনুপ্রেরণা দিয়েছেন তারকারা, শরীরচর্চার নানা ভিডিও পোস্ট করে সুস্থ থাকার বার্তা দিলেন ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সারা আলি খান, সায়ন্তিকা, টোটা রায়চৌধুরী
২০২০-তে লকডাউনের মাঝে নিরন্তর শরীরচর্চার অনুপ্রেরণা দিয়েছেন তারকারা। সাফল্যের স্বাদ পেতে হলে নিজেকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সারা আলি খান, সায়ন্তিকা, টোটা রায়চৌধুরী। শরীরচর্চার নানা ভিডিও পোস্ট করে সুস্থ থাকার বার্তা দিলেন তাঁরা।
শুধুমাত্র বড়পর্দায় মুক্তি পাওয়া সিনেমার গানই নয়, ওটিটি প্ল্যাটফর্মের অরিজিনাল ফিল্ম এবং সিরিজগুলিতে ব্যবহৃত গানও দর্শকদের বিপুল জয়প্রিয়তা কুড়োচ্ছে। ২০২০-তে এমন অনেক গানই রয়েছে তালিকায়। আজ চোখ রাখা যাক এমনই কিছু গানের কোলাজে।
২০২০-তে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা সিনেমা এবং ওয়েব সিরিজগুলির গান বিশেষ ভাবে দাগ কেটে গেল। বলা যায়, মনে রয়ে গেল চিরদিনের জন্য। আর এই তালিকায় প্রথমেই যে গানটির কথা বলতে হয়, সেটি মানি হাইস্টে ব্যবহৃত বিখ্যাত গণসঙ্গীত ‘বেলা চাও’। গণসঙ্গীত প্রতিরোধ মানে না। গণসঙ্গীত প্রতিবাদের সুরে বাঁধা। সাধারণ খেটে খাওয়া মানুষের ঘাম-রক্তের দাগ-গন্ধ লেগে থাকে গণসঙ্গীতের ছত্রে ছত্রে। গণসঙ্গীত এগিয়ে যায় প্রতিবাদে সোচ্চার উত্তরাধিকারে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। পৃথিবীর নানা প্রান্তে গণসঙ্গীতের ভাষা-সুর-তাল-লয় যাই হোক না কেন - মূল মন্ত্রটি কিন্তু একই। অধিকারের লড়াইয়ে হারতে নেই। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর সূত্র ধরে তেমনই একটি গণসঙ্গীত ‘বেলা চাও’ আবার নতুন করে প্রাণ পেয়েছে ২০২০-তে। পৃথিবী জুড়ে সবার মুখে মুখে ফিরেছে সেই গণসঙ্গীত, সেই প্রতিবাদের গান। বেলা চাও গানটির জন্ম ইতালিতে। চাষের ক্ষেতে ফসল কাটতেন যে মহিলারা, যে শ্রমিকেরা ঘাম রক্ত ঝরাতেন প্রতিনিয়ত, শোষণের বিরুদ্ধে লড়াইয়ে এই লোকগীতিই উঠে আসত তাঁদের কন্ঠে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও হয়ে উঠেছিল এই গানটি।
২০২০-তে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ছবি ‘লুডো’-র হাত ধরে আবারও বিপুল জনপ্রিয়তা পেল ১৯৫১ সালের ছবি ‘আলবেলা’-র কিসমত কি হাওয়া গানটি। রাজেন্দ্র কৃষ্ণর লেখা এই গানটি গেয়েছিলেন এবং সুর দিয়েছিলেন সি রামচন্দ্র। ভগবান দাদার লিপের সেই গানই নতুন করে ফিরে এল ২০২০-তে।
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রজক্তা কোহলি এবং রোহিত শরাফ অভিনীত ওয়েব সিরিজ ‘মিসম্যাচড’-এ প্রতীক কুহাদের কন্ঠে তাঁরই লেখা এবং সুর দেওয়া গান ‘কঁহা হো তুম’-ও মন ছুঁয়ে গেল।
এবছর জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পায় চিলিং অ্যাডভেঞ্চার অফ সাবরিনা সিজন থ্রি। এই ওয়েব সিরিজের মিউজিক ভিডিওর গান বিপুল জনপ্রিয়তা কুড়োয়।
সোনি লিভে মুক্তি পাওয়া সিরিজ জে এল ফিফটিতে পিযূশ মিশ্রের কথায়, সুরে ও কন্ঠে ‘জঙ্গল কি রাতো মে’ গানটিও বিশেষ ভাবে মন ছুঁয়ে যায়।
জি ফাইভ ও অল্ট বালাজিতে মুক্তি পাওয়া সিরিজ ‘বারিশ সিজন - টু’- র গান দিল কি গুল্লকও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। শরমন যোশী ও আশা নেগি অভিনীত এই সিরিজে গানটি গেয়েছেন ঋক বসু এবং প্রতিভা সিং বাঘেল। অভিনব নাগরের লেখা গানে সুর দিয়েছেন সমীর ট্যান্ডন।
‘ফরগটন আর্মি-আজাদি কে লিয়ে’ থেকে শুরু করে মির্জাপুর সিজন টু। আমাজন প্রাইম ভিডিওর বিভিন্ন ওয়েব সিরিজ এবং ছবির কোলাজে প্রকাশ্যে এল মিউজিক ভিডিও। এই ভিডিওতেই তুলে ধরা হল ২০২০-র অ্যালবাম। ভিডিওটির সঙ্গীত পরিচালনা করেছেন ডিজে চেতস। ভিডিওটি বানিয়েছেন সাগর শিরকে। দেখে নেওয়া যাক এই মিউজিক ভিডিওটি।
ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা-সিরিজের আরও জনপ্রিয় কিছু গান রয়ে গিয়েছে ২০২০-র তালিকায়। দেখে নেওয়া যাক।
শুধুমাত্র বড়পর্দায় মুক্তি পাওয়া সিনেমার গানই নয়, ওটিটি প্ল্যাটফর্মের অরিজিনাল ফিল্ম এবং সিরিজগুলিতে ব্যবহৃত গানও দর্শকদের বিপুল জয়প্রিয়তা কুড়োচ্ছে। ২০২০-তে এমন অনেক গানই রয়েছে তালিকায়। আজ চোখ রাখা যাক এমনই কিছু গানের কোলাজে।
২০২০-তে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা সিনেমা এবং ওয়েব সিরিজগুলির গান বিশেষ ভাবে দাগ কেটে গেল। বলা যায়, মনে রয়ে গেল চিরদিনের জন্য। আর এই তালিকায় প্রথমেই যে গানটির কথা বলতে হয়, সেটি মানি হাইস্টে ব্যবহৃত বিখ্যাত গণসঙ্গীত ‘বেলা চাও’। গণসঙ্গীত প্রতিরোধ মানে না। গণসঙ্গীত প্রতিবাদের সুরে বাঁধা। সাধারণ খেটে খাওয়া মানুষের ঘাম-রক্তের দাগ-গন্ধ লেগে থাকে গণসঙ্গীতের ছত্রে ছত্রে। গণসঙ্গীত এগিয়ে যায় প্রতিবাদে সোচ্চার উত্তরাধিকারে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। পৃথিবীর নানা প্রান্তে গণসঙ্গীতের ভাষা-সুর-তাল-লয় যাই হোক না কেন - মূল মন্ত্রটি কিন্তু একই। অধিকারের লড়াইয়ে হারতে নেই। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর সূত্র ধরে তেমনই একটি গণসঙ্গীত ‘বেলা চাও’ আবার নতুন করে প্রাণ পেয়েছে ২০২০-তে। পৃথিবী জুড়ে সবার মুখে মুখে ফিরেছে সেই গণসঙ্গীত, সেই প্রতিবাদের গান। বেলা চাও গানটির জন্ম ইতালিতে। চাষের ক্ষেতে ফসল কাটতেন যে মহিলারা, যে শ্রমিকেরা ঘাম রক্ত ঝরাতেন প্রতিনিয়ত, শোষণের বিরুদ্ধে লড়াইয়ে এই লোকগীতিই উঠে আসত তাঁদের কন্ঠে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও হয়ে উঠেছিল এই গানটি।
২০২০-তে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ছবি ‘লুডো’-র হাত ধরে আবারও বিপুল জনপ্রিয়তা পেল ১৯৫১ সালের ছবি ‘আলবেলা’-র কিসমত কি হাওয়া গানটি। রাজেন্দ্র কৃষ্ণর লেখা এই গানটি গেয়েছিলেন এবং সুর দিয়েছিলেন সি রামচন্দ্র। ভগবান দাদার লিপের সেই গানই নতুন করে ফিরে এল ২০২০-তে।
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রজক্তা কোহলি এবং রোহিত শরাফ অভিনীত ওয়েব সিরিজ ‘মিসম্যাচড’-এ প্রতীক কুহাদের কন্ঠে তাঁরই লেখা এবং সুর দেওয়া গান ‘কঁহা হো তুম’-ও মন ছুঁয়ে গেল।
এবছর জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পায় চিলিং অ্যাডভেঞ্চার অফ সাবরিনা সিজন থ্রি। এই ওয়েব সিরিজের মিউজিক ভিডিওর গান বিপুল জনপ্রিয়তা কুড়োয়।
সোনি লিভে মুক্তি পাওয়া সিরিজ জে এল ফিফটিতে পিযূশ মিশ্রের কথায়, সুরে ও কন্ঠে ‘জঙ্গল কি রাতো মে’ গানটিও বিশেষ ভাবে মন ছুঁয়ে যায়।
জি ফাইভ ও অল্ট বালাজিতে মুক্তি পাওয়া সিরিজ ‘বারিশ সিজন - টু’- র গান দিল কি গুল্লকও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। শরমন যোশী ও আশা নেগি অভিনীত এই সিরিজে গানটি গেয়েছেন ঋক বসু এবং প্রতিভা সিং বাঘেল। অভিনব নাগরের লেখা গানে সুর দিয়েছেন সমীর ট্যান্ডন।
‘ফরগটন আর্মি-আজাদি কে লিয়ে’ থেকে শুরু করে মির্জাপুর সিজন টু। আমাজন প্রাইম ভিডিওর বিভিন্ন ওয়েব সিরিজ এবং ছবির কোলাজে প্রকাশ্যে এল মিউজিক ভিডিও। এই ভিডিওতেই তুলে ধরা হল ২০২০-র অ্যালবাম। ভিডিওটির সঙ্গীত পরিচালনা করেছেন ডিজে চেতস। ভিডিওটি বানিয়েছেন সাগর শিরকে। দেখে নেওয়া যাক এই মিউজিক ভিডিওটি।
ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা-সিরিজের আরও জনপ্রিয় কিছু গান রয়ে গিয়েছে ২০২০-র তালিকায়। দেখে নেওয়া যাক।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement