Gangasagar News: ভাঙনের মুখে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম, জলোচ্ছ্বাসে তলিয়ে গেল সমুদ্রতট
ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। ১-৫ নম্বর পর্যন্ত স্নানঘাটের রাস্তা জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।
গঙ্গাসাগরে ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে কপিল মুনির আশ্রম। ১-৫ নম্বর স্নানঘাটে যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত সমুদ্র-পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে প্রচার চলছে। এর মধ্যেই দুর্যোগের ভ্রুকুটি অগ্রাহ্য করে সাগরে মাছ ধরতে গিয়ে ডুবে গেল ৩টি ট্রলার। নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে গেলেন মৎস্যজীবীরা? উঠছে প্রশ্ন। অন্যদিকে, কটাল ও নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র। রবিবার ঢেউয়ের ধাক্কায় সাগরে উল্টে গেল ৩টি ট্রলার। ২ মৎস্যজীবী গুরুতর আহত হন। উদ্ধার করা হয়েছে ৩টি ট্রলারের বাকি ২৯ জন মৎস্যজীবীকে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এরপরও নজরদারি এড়িয়ে কীভাবে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।