Suvendu Adhikari: নারকেলডাঙায় অশান্তির নেপথ্যে তোষণের রাজনীতি, অভিযোগ শুভেন্দু অধিকারীর
ABP Ananda Live: নারকেলডাঙায় অশান্তির নেপথ্যে তোষণের রাজনীতি, অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'রাজাবাজারে কালীপুজোর বিসর্জনের মিছিলে হামলা, নারকেলডাঙার পুলিশ রুখতে ব্যর্থ। কলকাতা পুলিশের ঘুম না ভাঙলে সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক। কারণ নিরপরাধ ভারতীয়রা বারবার মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছেন', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট রাজ্যের বিরোধী দলনেতার।
আরও খবর, দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত কলকাতার নারকেলডাঙা। বাইক পার্কিংকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত বলে দাবি কলকাতা পুলিশের। বচসা গড়ায় হাতাহাতিতে। পুলিশের দাবি, ব্যাপক ইট বৃষ্টি চলে দু'পক্ষের মধ্যে। ভিড়ের মধ্যে থেকে গুলি চালানোর অভিযোগও ওঠে একজনের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ক্যাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। লাঠি চার্জও করা হয়। এই ঘটনায় চারটি মামলা রুজু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চলছে।