এক্সপ্লোর
Advertisement
Diego Maradona Death: 'প্রথমে চুনি দা-প্রদীপ দা, এখন মারাদোনা, ২০২০ কেড়ে নিচ্ছে একের পর এক নক্ষত্রকে', শোক প্রকাশ প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর
Diego Maradona Death: ফুটবল হারাল রাজপুত্রকে। আর্জেন্তিনার বুয়েনস আইরেসের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দিয়েগো মারাদোনা। বয়স হয়েছিল ৬০। শোকের ছায়া বিশ্ব ফুটবলে।
নভেম্বরের শুরুতেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ১৯৮৬-র ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনীয় অধিনায়ককে। অস্ত্রোপচারের পর ২ সপ্তাহ আগেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু, বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুয়েনোস আয়রেসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারাদোনাকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
এই প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার Bidesh Basu বলেন, 'আটলান্টা থেকে আমার ছেলে খবরটা দেয়। ভাবতে পারছি না। ২০২০ সালে কী সর্বনাশ হচ্ছে। আমাদের চুনি দা-প্রদীপ দা চলে গেলেন। এবার মারাদোনা চলে গেল। কেউ চিন্তাই করতে পারবে না ভাবতেই পারবে না।'
নভেম্বরের শুরুতেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ১৯৮৬-র ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনীয় অধিনায়ককে। অস্ত্রোপচারের পর ২ সপ্তাহ আগেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু, বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুয়েনোস আয়রেসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারাদোনাকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
এই প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার Bidesh Basu বলেন, 'আটলান্টা থেকে আমার ছেলে খবরটা দেয়। ভাবতে পারছি না। ২০২০ সালে কী সর্বনাশ হচ্ছে। আমাদের চুনি দা-প্রদীপ দা চলে গেলেন। এবার মারাদোনা চলে গেল। কেউ চিন্তাই করতে পারবে না ভাবতেই পারবে না।'
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement