Bangladesh: বাংলাদেশে অশান্তির প্রতিবাদে এপার বাংলার বিদ্বজ্জনেরা, নিন্দায় সরব জয়া-মিথিলাও | Bangla News
রুখতে হবে অশান্তি। রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা। উৎসবের আবহে বাংলাদেশে অশান্তির প্রতিবাদে এই দাবি জানালেন এপার বাংলার বিশিষ্টরা। অশান্তির প্রতিবাদে সরব অভিনেত্রী জয়া এহসান, রাফিয়েত রশিদ মিথিলা-সহ বাংলাদেশের শিল্পীদের একাংশ। এপার বাংলায় যখন উৎসবের আনন্দ। তখন ওপার বাংলায় অশান্তি আর বিষাদ। বাংলাদেশের চট্টগ্রাম থেকে কুমিল্লা, রংপুর থেকে ফেনি - নানা জায়গায় অশান্তি। কোথাও বাড়ি-ঘর-দোকানে ভাঙচুর। পদ্মার ওপারে এই পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন এপার বাংলার বিদ্বজ্জনেরা । তবে ইসকন কর্তৃপক্ষ মনে করছে, বাংলাদেশে অশান্তির প্রতিবাদে বিদ্বজ্জনদের প্রতিবাদের এই সুর আরও চড়া হওয়া প্রয়োজন। বাংলাদেশে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা সরকারের কাছে দোষীদের চিহ্নিত করে শাস্তি ও সম্প্রীতি রক্ষার লিখিত আর্জি জানিয়েছেন এই বাংলার লেখক, শিল্পী, সহ বিদ্বজ্জনেরা। উৎসবের আবহে বিভিন্ন জেলায় অশান্তির প্রতিবাদ ও নিন্দায় সরব হয়েছেন ওপার বাংলার বিশিষ্টরাও। নিজের ফেসবুক পোস্টে রংপুরের একটি ছবি-সহ অভিনেত্রী জয়া এহসান, নবারুণ ভট্টাচার্যকে উদ্ধৃত করে লিখেছেন, 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না'। শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে ট্যুইট করেন ওপার বাংলার অভিনেত্রী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়েত রশিদ মিথিলাও।